প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৫ ১৯:৪৭ (মঙ্গলবার)
ছাত‌কে সীমা‌ন্তে অভিযান: বিদেশী রিভলবার ও বিস্ফোরক উদ্ধার

ছবি: সংগৃহীত।

সুনামগঞ্জের ছাতক সীমান্তে অভিযান চালিয়ে বিদেশী রিভলবার, বিস্ফোরক ও ডেটোনেটর উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার গভীর রাতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-মেজর নুরুল ইসলাম নু‌রের নেতৃ‌ত্বে একটি বিশেষ টহলদল এই অভিযান পরিচালনা করে।

বিজিবির সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল গত বৃহস্পতিবার রাতে ছাতক উপজেলার ইসলামপুর ইউপির সীমান্তবর্তী ছনবাড়ী বাজার এলাকায় কৌশলগত অবস্থান নেয়।

এলাকা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, কিছু অস্ত্র চোরাকারবারী ওই সময় সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল। বিজিবি সদস্যরা সন্দেহজনক গতিবিধি টের পেয়ে দ্রুত অবস্থান নিলে অস্ত্র ব্যবসায়ীরা বিজিবির উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যায়।

পরবর্তীতে গভীর রা‌তে বিজিবি সদস্যরা ওই এলাকার বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান পরিচালনা করে। তল্লাশির চা‌লি‌য়ে এক পর্যায়ে ছনবাড়ী বাজারের নিকটবর্তী বালুর স্তুপের নিচে পরিত্যক্ত অবস্থায় একটি বি‌দেশী বিদেশী রিভলবার, প্রায় ২৫০ গ্রাম উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক এবং দুটি ডেটোনেটর উদ্ধার করতে সক্ষম হ‌য়ে‌ছে।

বিজিবির কর্মকর্তারা জানান, উদ্ধারকৃত রিভলবারটি অত্যন্ত উন্নতমানের বিদেশী অস্ত্র এবং বিস্ফোরকটি শক্তিশালী ধ্বংসাত্মক ক্ষমতা সম্পন্ন। এ ধরনের বিস্ফোরক সাধারণত সন্ত্রাসী কর্মকাণ্ড বা নাশকতা সৃষ্টিতে ব্যবহার করা হয়।

তারা মনে করছেন, সীমান্তপথে কেউ এসব অস্ত্র ও বিস্ফোরক বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করছিল, তবে বিজিবির তৎপরতায় তা ব্যর্থ হয়েছে।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নাজমুল হক এসব ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে বলেন, ‘সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। আমরা মাদক, চোরাচালান, মানবপাচার ও অবৈধ অস্ত্র উদ্ধারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি। গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে, যার ধারাবাহিকতায় এবারও একটি সফল অভিযান সম্পন্ন হয়েছে।’

তিনি আরও জানান, উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং কে বা কারা এসব বিপজ্জনক সামগ্রী সীমান্ত এলাকায় আনতে চেষ্টা করেছিল তা শনাক্তে তদন্ত চলছে।

বিজিবির এই অভিযানে স্থানীয় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন। তারা জানান, সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও অভিযান থাকায় নিরাপত্তা আরও জোরদার হয়েছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে সুনামগঞ্জ সীমান্তবর্তী এলাকায় একাধিকবার অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের ঘটনা ঘটেছে। ফলে সীমান্ত নিরাপত্তা আরও শক্তিশালী করতে বিজিবি সদস্যদের টহল ও গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে।