ছবি: সংগৃহীত।
ঘূর্ণিঝড় ‘মন্থা’ দুর্বল হয়ে এখন লঘুচাপে পরিণত হয়েছে। তবে এর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের প্রায় সব অঞ্চলে অব্যাহত বৃষ্টি হচ্ছে। এছাড়া সিলেটসহ সারাদেশে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ দমকা হাওয়া বয়ে যেতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার (১ নভেম্বর) বিকাল থেকে রাত পর্যন্ত সিলেটসহ দেশের ১০টি জেলায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ দমকা হাওয়া বয়ে যেতে পারে।
আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানান, শনিবার বিকাল ৩টা থেকে দিবাগত রাত ১টার মধ্যে সিলেট, যশোর, কুষ্টিয়া, পাবনা, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ ও কুমিল্লাঅঞ্চলের উপর দিয়ে দক্ষিণপূর্ব বা পূর্ব দিক থেকে দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
শনিবার (১ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে মুষলধারে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আগামী পাঁচ দিন পর্যন্ত এমন বৃষ্টিপাতের প্রবণতা বজায় থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এদিকে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় নতুন একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার আশঙ্কাও রয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১৬২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা ২০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসও রেকর্ড করেছে।
ঘূর্ণিঝড় ‘মন্থা’ দুর্বল হলেও এর বৃষ্টির প্রভাব এখনও বিদ্যমান, ফলে নদ-নৌযান চলাচলে সতর্কতা ও জনগণকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।