ছবি: সংগৃহীত।
সিলেট নগরীর জিন্দাবাজারস্থ শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউ আখড়া মন্দিরে হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট জেলা ও মহানগর শাখা নেতৃবৃন্দ।
শনিবার (১ নভেম্বর) এক বিবৃতিতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব, সিলেট জেলা শাখা সভাপতি এডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস ও সাধারণ সম্পাদক কৃপেষ পাল এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট জেলা আহ্বায়ক সুদীপ রঞ্জন সেন বাপ্পু, সদস্য সচিব কল্লোল জ্যোতি বিশ্বাস, মহানগর আহ্বায়ক সমীরন পুরকায়স্থ ও সদস্য সচিব রাজীব কুমার দে বলেন, ‘শ্রীশ্রী রাধা গোবিন্দ জিউ-র আখড়ার পরিচালনা কমিটির আহব্বানে সাধারণ সভা চলাকালে অবৈধ দখলদার রাহুল দেবনাথগং এর নেতৃত্বে উপস্থিত কমিটির সিলেট সনাতনী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের উপর হামলা করে আহত ও কমিটির কাগজপত্র লুটপাট করায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি আমরা অবৈধ দখলদার বাহিনীকে আইনার আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।’