প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২৫ ২১:১০ (মঙ্গলবার)
সুনামগঞ্জে কামরুজ্জামান কামরুলের জনসভা

ছবি: সংগৃহীত।

‘আমি কৃষকের সন্তান, আমি কৃষকের দুঃখ বুঝি, আমি জেলেদের সাথে জেলে আন্দোলন করেছি, আমি বারকী শ্রমিকদের পক্ষে আন্দোলন করেছি, আমি এমন এমপি হতে চাই না, যে এমপিরা দেশ ছেড়ে পালিয়ে যায়, আমি সাধারণ মানুষের পক্ষে কথা বলি, আমি সুনামগঞ্জ-১ আসনে এমপি হতে পারলে প্রতিটি হাওরে রাস্তার উন্নয়ন করে দেব, যাতে এই হাওর অঞ্চলের কৃষকেরা ধান সহজে ঘরে তুলতে পারেন। ’

শনিবার (১নভেম্বর) তাহিরপুর উপজেলা খেলার মাঠে বিএনপি যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জলের সঞ্চালনায় ও উপজেলা সদর চেয়ারম্যান জুনাব আলীর সভাপতিত্বে ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে গণ-সমাবেশে প্রধান অথিতির বক্তব্যে সুনামগঞ্জ-১ আসনের মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান কামরুল এসব কথা বলেন।

এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির প্রথম যুগ্ন-আহ্বায়ক আব্দুল হক, জেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক রায়হান উদ্দিন, যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম বিএসসি, জামালগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জুলফিকার  চৌধুরী রানা, তাহিরপুর উপজেলা ছাত্রদল আহবায়ক আবুল হাসান রাসেল প্রমুখ।