প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২৫ ২১:২০ (মঙ্গলবার)
জুয়ায় জড়িয়ে ১৪৯ রেফারি বরখাস্ত

ছবি: সংগৃহীত।

তুরস্কের ফুটবলে চলছে বড়সড় ঝড়। জুয়ায় জড়িত থাকার অভিযোগে দেশটির ফুটবল ফেডারেশন (টিএফএফ) ১৪৯ জন রেফারি ও সহকারী রেফারিকে বরখাস্ত করেছে।

টিএফএফ জানিয়েছে, পেশাদার লিগের এই ১৪৯ ম্যাচ অফিসিয়ালকে ৮ থেকে ১২ মাস পর্যন্ত নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া আরও তিনজনের বিরুদ্ধে তদন্ত চলছে।

এর আগে টিএফএফ প্রকাশ করেছিল, তুরস্কের ৫৭১ জন রেফারির মধ্যে ৩৭১ জনই কোনো না কোনোভাবে জুয়ার সঙ্গে যুক্ত। বেটিং অ্যাপে সক্রিয় পাওয়া গেছে ১৫২ জন রেফারিকে, যাদের মধ্যে ৭ জন সর্বোচ্চ পর্যায়ের রেফারি এবং ১৫ জন সহকারী রেফারিও রয়েছেন।

টিএফএফ সভাপতি ইব্রাহিম হাজিওসমানোগ্লু এক বিবৃতিতে বলেন, `কিছু রেফারির জুয়ার কার্যক্রমে সম্পৃক্ততা ফুটবলের চেতনার পরিপন্থী। এটি শুধু নীতিমালা লঙ্ঘন নয়, বরং ন্যায়বিচার ও বিবেকবোধের প্রতি আঘাত।'

তুর্কি সম্প্রচার মাধ্যম হ্যাবারতুর্ক জানিয়েছে, শুধু রেফারিরাই নয়, বিভিন্ন ক্লাব, কর্মকর্তা এবং খেলোয়াড়ের বিরুদ্ধেও তদন্ত চলছে। অনুসন্ধানের আওতায় রয়েছেন অন্তত ৩৭০০ ফুটবলার।

টিএফএফের আগের এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছিল, অভিযুক্ত ১০ রেফারি ১০ হাজারেরও বেশি ম্যাচে বাজি ধরেছেন। তাদের মধ্যে একজন গত পাঁচ বছরে বাজি ধরেছেন ১৮ হাজার ২২৭ ম্যাচে।

তুর্কি ফুটবলে এমন কেলেঙ্কারি দেশটির ক্রীড়াঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।