প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২৫ ১৯:১৩ (মঙ্গলবার)
জকিগঞ্জ সীমান্তে বাংলাদেশে প্রবেশ করে বিএসএফ এর ফসলরক্ষা বাঁধ নির্মানে বাধা: বিজিবি’র প্রতিবাদ

ছবি: জকিগঞ্জ সীমান্ত এলাকায় বিএসএফের চার সদস্য বাংলাদেশের ভেতরে প্রবেশ।

সিলেটের জকিগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা স্পিডবোটে করে সুরমা নদী পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশ করে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সংস্কারে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় তারা নদীর তীরে বিদ্যমান বাঁশের খুঁটিও উপড়ে ফেলেছে। তাদের এমন বেআইনি কর্মকাণ্ডে বাধা দিয়েছেন স্থানীয়রা।

রবিবার সকালে উপজেলার মানিকপুর ইউনিয়নের রসুলপুর সীমান্ত এলাকায় বিএসএফের চার সদস্য বাংলাদেশের ভেতরে প্রবেশ করে কৃষকদের ফসল রক্ষায় তৈরি বাঁশের খুঁটি উপড়ে ফেলেন। স্থানীয়দের প্রতিবাদ ও ভিডিও ধারণের মুখে পড়ে তারা ভারতের দিকে ফিরে যান।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। ভিডিওতে দেখা যায়, বিএসএফ সদস্যরা বাংলাদেশের সীমান্তে প্রবেশ করে নদীর পাড়ে বাঁশের খুঁটি উপড়ে ফেলছেন। এ সময় কয়েকজন স্থানীয় যুবক এগিয়ে গিয়ে ঘটনাটি ভিডিও করেন। তাতে দেখাযায় এযুবক বিএসএফ সদস্যদের প্রশ্ন করছেন, “এটি বাংলাদেশের মাটি, আপনারা কেন সীমান্ত অতিক্রম করেছেন? কার নির্দেশে বাঁশের খুঁটি তুলছেন?”

স্থানীয়রা জানান, ঘটনাস্থল বাংলাদেশের সীমানার ভেতরে অবস্থিত। নদীর অপর পাশে ভারতের এলাকা হওয়ায় বিএসএফ সদস্যদের সেখানে প্রবেশের কোনো এখতিয়ার নেই। স্থানীয়দের প্রতিবাদের মুখে একপর্যায়ে বিএসএফ সদস্যরা স্পিডবোটে চড়ে ভারতের দিকে ফিরে যান।

মানিকপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. আব্দুশ শহীদ বলেন, “ফেসবুকে ভিডিওটি দেখেছি। ঘটনাস্থল সুরমা নদীর তীরের একপাশে ভারত, অন্যপাশে জকিগঞ্জের রসুলপুর। স্থানীয়দের প্রতিবাদের মুখে বিএসএফ সদস্যদের চলে যেতে দেখা গেছে। তবে কেউ আমাকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানায়নি।”

এ বিষয়ে জকিগঞ্জ ব্যাটালিয়নের ১৯ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. জুবায়ের আনোয়ার বলেন, “বিএসএফ সদস্যরা বাংলাদেশের অংশে প্রবেশ করেছিল। পরে স্থানীয়দের প্রতিবাদে তারা ফিরে যায়। খবর পাওয়ার পর বিজিবি আনুষ্ঠানিকভাবে বিএসএফের কাছে প্রতিবাদ জানিয়েছে। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে, সে বিষয়ে বিএসএফকে সতর্ক করা হয়েছে।”