প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২৫ ১৯:১৪ (মঙ্গলবার)
`শাপলা কলি' নিতে রাজি এনসিপি

ছবি: সংগৃহিত

‘শাপলা’ প্রতীক নিয়ে দীর্ঘ ৪ মাস ৯ দিনের টানাপড়েন শেষে এবার নতুন করে তিনটি প্রতীক চেয়ে আবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার (২ নভেম্বর) দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল আগারগাঁওয়ের নির্বাচন ভবনে গিয়ে আবেদন জমা দেয়।

সম্প্রতি নির্বাচন কমিশন (ইসি) রাজনৈতিক দলগুলোর প্রতীক তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত করে। তবে এনসিপি জানায়, তারা ‘শাপলা’, ‘সাদা শাপলা’ ও ‘শাপলা কলি’- এই তিনটি প্রতীকের যেকোনো একটি বরাদ্দ চেয়েছে।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমরা ইসিতে তিনটি প্রতীক চেয়ে আবেদন করেছি- শাপলা, সাদা শাপলা ও শাপলা কলি। যদি শাপলা কলি দেওয়া হয়, এনসিপি সেটিই গ্রহণ করবে।’

তিনি আরও জানান, ‘তৃণমূল কলিকে ইতিবাচকভাবেই নিয়েছে।’

এ সময় জোট রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত যদি সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি ও গডফাদারদের রাজনীতি থেকে সরে আসে, তাহলে আমরা জোটে যেতে পারি।’

গণভোট প্রসঙ্গে এনসিপি নেতা আরও বলেন, ‘নির্বাচনের দিন বা তার আগে যখনই হোক না কেন, গণভোট যেন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়, এটাই আমাদের দাবি।’