ছবি: তুলসী গ্যাবার্ড
অন্য দেশের সরকার পরিবর্তনের নীতি যুক্তরাষ্ট্র এখন আর অনুসরণ করছে না বলে জানিয়েছেন দেশটির জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড।
তিনি বলেছেন, এই নীতির কারণে মিত্রের চেয়ে শত্রুই বেশি তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রের।
শুক্রবার (৩১ অক্টোবর) বাহরাইনে আন্তর্জাতিক নিরাপত্তা গবেষণা সংস্থার আয়োজিত ‘মানামা ডায়ালগ’ নিরাপত্তা সম্মেলনের আগে তিনি এসব মন্তব্য করেন। খবর এপি’র।
তুলসী গ্যাবার্ড বলেন, “দশক ধরে যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতি একরকম ব্যর্থ চক্রে আটকে ছিল- ‘রিজিম চেঞ্জ’ বা রাষ্ট্র পরিবর্তনের নামে আমরা অন্য দেশের ওপর আমাদের রাষ্ট্রীয় কাঠামো চাপিয়ে দিয়েছি। এই একমাত্রিক নীতি মিত্রের চেয়ে শত্রু তৈরি করেছে।”
তিনি আরও বলেন, ‘এ ধরনের হস্তক্ষেপের কারণে যুক্তরাষ্ট্রে ট্রিলিয়ন ডলার ব্যয় হয়েছে, অগণিত প্রাণহানি ঘটেছে, এমনকি বহু ক্ষেত্রে বৃহত্তর নিরাপত্তা হুমকিও তৈরি হয়েছে।’
গ্যাবার্ডের এই বক্তব্য মূলত সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্র নীতির প্রতিধ্বনি বলে জানিয়েছে এপি। ট্রাম্পও সম্প্রতি মধ্যপ্রাচ্যে সফরকালে অনুরূপ বক্তব্য দেন।
তবে গ্যাবার্ডের মতে, ট্রাম্পের এই নীতি বাস্তবায়নে এখনও নানা চ্যালেঞ্জ রয়ে গেছে।
তিনি বলেন, ‘সামনের পথ সহজ হবে না, কিন্তু ট্রাম্প এই পরিবর্তনের পথে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।’
গ্যাবার্ডের এই মন্তব্য ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার পর যুক্তরাষ্ট্রের ধারাবাহিক যুদ্ধনীতি থেকে ভিন্ন এক অবস্থানকে ইঙ্গিত করছে। ট্রাম্পের প্রথম মেয়াদে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের চুক্তি হয়, যা বাইডেন প্রশাসনের সময় ২০২১ সালে বিশৃঙ্খলভাবে শেষ হয়।
তবে দক্ষিণ আমেরিকায় যুদ্ধজাহাজ মোতায়েন, মাদকবিরোধী অভিযানের নামে হামলা এবং ভেনেজুয়েলায় গোপন সামরিক তৎপরতা নিয়ে ট্রাম্প প্রশাসনের ভূমিকা সম্পর্কে গ্যাবার্ড কোনো মন্তব্য করেননি।