ছবি: সংগৃহিত
সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম-এর উদ্যোগে শিক্ষার্থীদের সচেতনতা ও সামাজিক মূল্যবোধ বিকাশে শুরু হয়েছে বিশেষ কর্মসূচি “সচেতনতা ও সামাজিকীকরণ”।
রবিবার (২ নভেম্বর) সকাল ৮টায় পুলিশ কমিশনার সিলেট পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয় এবং ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের নানামুখী বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। তিনি ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং সদ্য উদ্বোধনকৃত “GenieA” অ্যাপ সম্পর্কে অবহিত করেন।
এ সময় তিনি শিক্ষার্থীদের মাদক, অনলাইন জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুক, পরিচ্ছন্নতা, ডেঙ্গু প্রতিরোধ ও ব্যাটারি চালিত অটোরিকশার ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করেন।
পাশাপাশি তিনি শিক্ষার্থীদের ৯৯৯ সেবা ব্যবহারে উৎসাহিত করেন এবং নিরাপদ সড়ক পারাপার, দায়িত্বশীল আচরণ ও সমাজে সচেতন নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
এ সময় তিনি বলেন, ‘তরুণ প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাদের সচেতন, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।’
পুলিশ কমিশনার শিক্ষার্থীদের পরিবেশ রক্ষা ও গাছ রোপণের আহ্বান জানান।
উল্লেখ্য, পুলিশ কমিশনারের নির্দেশে সিলেট মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা নগরীর ১১৮টি স্কুলে ধারাবাহিকভাবে এ কর্মসূচি বাস্তবায়ন করছেন।
কর্মসূচির আওতায় সিলেট সরকারি পাইলট হাই স্কুল, অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়, জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, স্কলার্স হোম, ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজ, শাহজালাল বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ, ইনক্লুসিভ স্কুল এন্ড কলেজসহ নগরীর প্রায় সব উল্লেখযোগ্য শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দায়িত্বশীলতা, সামাজিক মূল্যবোধ ও নৈতিক চেতনা জাগ্রত করা হবে, যা একটি নিরাপদ ও সচেতন প্রজন্ম গঠনে সহায়ক ভূমিকা রাখবে।