ছবি- সংগ্রহ
সিলেটের কোম্পানীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৫৯ বোতল ভারতীয় মদ ও ১৭০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
রবিবার (২ নভেম্বর) গভীর রাতে উপজেলার পাড়ুয়া এলাকায় স্থানীয় জনগণের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তির নাম কালা মিয়া (৪৪)। তিনি পাড়ুয়া মাঝপাড়ার মৃত জমির উদ্দীনের ছেলে।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ বলেন, “মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে আমরা গোপন সংবাদের ভিত্তিতে পাড়ুয়া এলাকায় অভিযান চালাই। এ সময় স্থানীয়দের সহায়তায় কালা মিয়াকে আটক করা হয়। তার কাছ থেকে ৫৯ বোতল ভারতীয় মদ ও ১৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।”
তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোমবার আদালতে প্রেরণ করা হবে।