প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২৫ ১৬:৫২ (মঙ্গলবার)
সিলেটে আ'লীগ নেতা হত্যাকান্ড: ছেলের ৩দিনের রিমান্ড মঞ্জুর

ফাইল ছবি

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক হত্যা মামলায় তার ছেলে আসাদ আহমদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৩ নভেম্বর) দুপুরে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-১ আদালতের বিচারক শফিকুল হক শুনানি শেষে এ আদেশ দেন। আদালত সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

এর আগে গত ১ নভেম্বর মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসাদ আহমদকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। তবে সেদিন শুনানি অনুষ্ঠিত না হওয়ায় তা মুলতবি রাখা হয়।

গত শুক্রবার (৩১ অক্টোবর) সকালে সিলেটের মোল্লারগাঁও ইউনিয়নের তেলিরাই গ্রামে নিজ বাসার ছাদের সিঁড়ির পাশে একটি কক্ষ থেকে আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত রাজ্জাক দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ছিলেন।

ঘটনার পরদিন শনিবার ময়নাতদন্ত শেষে স্বজনরা মরদেহ নিয়ে গেলেও কেউ মামলা দায়ের করেননি। পরে ন্যায়বিচারের স্বার্থে পুলিশ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করে এবং একইদিন নিহতের ছেলে আসাদ আহমদকে গ্রেপ্তার দেখায়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের আদেশ অনুযায়ী আসামিকে তিন দিনের রিমান্ডে এনে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে।