প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২৫ ১৯:৪৪ (মঙ্গলবার)
সুনামগঞ্জে বিএনপি‘র গণসংযোগ ও সমাবেশ

ছবি: সংগৃহিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান চৌধুরী মিজান বলেছেন, ‘আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী, বেগম খালেদা জিয়ার ত্যাগ-সংগ্রামের পথের অনুসারী এবং তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছি। তারেক রহমানের ৩১ দফা কেবল রাজনৈতিক ইশতেহার নয়, এটি জাতীয় পুনর্জাগরণের অঙ্গীকার।’

নারীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমাদের মা-বোনরা জাতির শক্তির প্রতীক। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নারীর সক্রিয় অংশগ্রহণ ছাড়া ধানের শীষের বিজয় সম্ভব নয়।’

তিনি আরও বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে প্রতিটি পরিবারের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে এবং নারীদের শিক্ষা, সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা হবে।’

মিজান চৌধুরী বলেন, ‘ধানের শীষ মানে জনগণের অধিকার, ধানের শীষ মানে ভোটের স্বাধীনতা। আসন্ন নির্বাচনে ঐক্য, ধৈর্য ও দৃঢ় মনোবল নিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।’

সোমবার (৩ নভেম্বর) বিকেলে দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের কাটাখালী এবং বাদ মাগরিব আমবাড়ী বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মান্নারগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান আবু হেনা আজিজের সভাপতিত্বে আয়োজিত এই সভায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।