প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২৫ ২০:৩২ (মঙ্গলবার)
জিন্দাবাজারস্থ শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউর আখড়ায় হামলার প্রতিবাদে সভা

ছবি: সংগ্রহ

সিলেট নগরীর জিন্দাবাজারস্থ শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউর আখড়ায় বিগত (১ নভেম্বর) শনিবার দুপুরে বর্তমান কমিটির আহবানে আখড়ার বিগ্রহ কমিটি পুনর্গঠন সংক্রান্ত জরুরী সাধারণ সভা চলাকালে সম্পত্তির অবৈধ দখলদার ভূমিখেকো চক্র কর্তৃক অতর্কিত হামলার প্রতিবাদে সিলেটের সর্বস্তরের সনাতনী সম্প্রদায়ের এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২ নভেম্বর) রাত ৮টায় নগরীর মিরাবাজারস্থ শ্রী শ্রী বলরাম জিউর আখড়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক হিমাদি শেখর রায়ের সভাপতিত্বে ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেবের সঞ্চালনায় আয়োজিত প্রতিবাদ সভায় প্রারম্ভিক বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা।

প্রতিবাদ সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুদীপ রঞ্জন দে বাপ্পু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপিকা শ্যাম পুরকায়স্থ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সিলেট মহানগর শাখার আহবায়ক সমীরণ পুরকায়স্থ, শ্রী শ্রী মহালক্ষী গ্রীবা পীঠের সভাপতি শিবব্রত ভৌমিক চন্দন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক কৃপেশ পাল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক চন্দন দাস, যুগ্ম সাধারণ সম্পাদক দেবব্রত চৌধুরী লিটন, জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক শৈলেন কর, মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের প্রধান সমন্বয়ক স্বপন চক্রবর্তী, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট সিলেট মহানগর শহর সভাপতী রজত চক্রবর্তী, মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের সাধারণ সম্পাদক দীপক দাস, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সিলেট জেলা শাখার সদস্য সচিব কল্লোল জ্যোতি বিশ্বাস।

আয়োজিত প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শ্রী শ্রী ভৈরব মন্দির চালিবন্দরের সভাপতি অরিন্দম দত্ত চন্দন, ব্রাহ্ম সমাজের পক্ষে সমর কুমার দাস, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সিলেট মহানগর সদস্য সচিব ও  জন্মাষ্টমী উদযাপন পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রাজীব কুমার দে রাজু, হিন্দু বিবাহ নিবন্ধক সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মনোজ ভট্টাচার্য মান্না, জিডি রুমু, নন্দন পাল, অপন দাস, এডভোকেট বিভাবসু গোস্বামী বাপ্পা, বীরেশ দেবনাথ, ভিপি দেব শুভ, মলয় ধর, ঝলক আচার্য্য, টিটন মল্লিক, উজ্জ্বল চন্দ, জগতজ্যোতি চক্রবর্তী প্রমুখ। 

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ‘সিলেট নগরীর জিন্দাবাজারস্থ শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউর আখড়ায় সাধারণ সভা চলাকালে উপস্থিত সর্বস্তরের সনাতনী সম্প্রদায়ের উপর অতর্কিত হামলার ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা অবিলম্বে হামলার সাথে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তম‚লক শাস্তি প্রদানের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।’

বক্তারা সিলেটের মঠ ও মন্দির রক্ষায় সর্বস্তরের সনাতনী সম্প্রদ্রায়কে ভূমিখেকো ও দখলদারদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।