প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২৫ ২১:৫৫ (মঙ্গলবার)
১ হাজার ৮৯টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্তির সিদ্ধান্ত

ছবি: সংগৃহিত

সরকারি অনুদান পাওয়া ১ হাজার ৮৯টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শর্ত সাপেক্ষে এমপিওভুক্ত (মান্থলি পেমেন্ট অর্ডার) করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বর্তমানে দেশে সরকারি অনুদান পাওয়া স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা রয়েছে ১ হাজার ৫১৯টি।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, আরও কয়েক হাজার কোডভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা কার্যক্রম পরিচালনা করছে। প্রাথমিক বিদ্যালয়ের মতো জাতীয়করণের দাবিতে এসব মাদ্রাসার শিক্ষকরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্ম সচিব এস এম মাসুদুল হক জানান, ‘শর্ত সাপেক্ষে ১ হাজার ৮৯টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্ত করার জন্য প্রধান উপদেষ্টা অনুমোদন দিয়েছেন। আজই আমরা ফাইলটি পেয়েছি। এখন যে কদিন সময় লাগুক, এমপিওভুক্ত মাদ্রাসাগুলোর শিক্ষকেরা এ বছরের জুলাই মাস থেকেই এমপিও সুবিধা পাবেন।’

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সূত্র জানিয়েছে, অনুদান পাওয়া ১ হাজার ৫১৯টি মাদ্রাসার মধ্যে প্রায় ২০০টি ইতিমধ্যে দাখিল মাদ্রাসায় রূপান্তরিত হয়েছে এবং প্রায় তিন শতাধিক মাদ্রাসার প্রয়োজনীয় কাগজপত্র অসম্পূর্ণ। এসব মাদ্রাসার বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।