ছবি: সংগৃহিত
সুদানের র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এক ভারতীয় নাগরিককে অপহরণ করেছে।
এনডিটিভি সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে, ভিডিওতে দেখা গেছে, উড়িষ্যার জগৎসিংহপুর জেলার অধিবাসী ৩৬ বছর বয়সী আদর্শ বেহেরা দুই জন আরএসএফ সেনার মাঝে বসে আছেন। এক সেনা তাকে প্রশ্ন করছেন, ‘আপনি কি শাহরুখ খান চেনেন?’। আরেক সেনা তাকে ক্যামেরার সামনে ‘দাগালো ভালো’ বলতে প্ররোচিত করছেন।
বেহেরা খার্তুম থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরে আল-ফাশের শহর থেকে অপহৃত হন। এরপর তাকে সম্ভবত দক্ষিণ দারফুরের রাজধানী এবং আরএসএফের ঘাঁটি নয়ালা শহরে নিয়ে যাওয়া হয়েছে, যা খার্তুম থেকে প্রায় এক হাজার ২০০ কিলোমিটার দূরে অবস্থিত।
বেহেরার পরিবার জানিয়েছে, তিনি ২০২২ সাল থেকে সুদানে সুকরাতি প্লাস্টিক ফ্যাক্টরিতে কাজ করছিলেন। একটি ভিডিওতে দেখা গেছে, তিনি মেঝেতে হাত জোড় করে বসে মিনতি করছেন, ‘আমি এখানে আল-ফাশেরে আছি, পরিস্থিতি খুবই খারাপ। দুই বছর ধরে কষ্টে বসবাস করছি। আমার পরিবার ও বাচ্চারা খুব চিন্তিত। উড়িষ্যা রাজ্য সরকারকে আমাকে সাহায্য করার জন্য অনুরোধ করছি।’
সুদানে ভারতের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ আবদুল্লাহ আলী এলটম বলেন, ‘আল-ফাশেরে বর্তমানে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন। শহরের কারো সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। আমরা আশা করি, কোনো ভুল বোঝাবুঝি ছাড়া তাকে নিরাপদে রাখা হবে এবং শীঘ্রই নিরাপদে ফিরে আসবে।’