প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২৫ ১৯:৩৮ (বুধবার)
‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় বিএনপি প্রার্থীর মনোনয়ন স্থগিত

ছবি: সংগৃহিত

মাদারীপুর-১ (শিবচর) আসনের বিএনপি মনোনয়নপ্রাপ্ত প্রার্থী কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

ধারণা করা হচ্ছে, ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনাকে কেন্দ্র করেই তার মনোনয়ন স্থগিত করা হয়েছে। তবে দলীয়ভাবে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক কারণ জানায়নি বিএনপি।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিতের বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (৩ নভেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন। সেসময় মাদারীপুর-১ (শিবচর) আসনে কামাল জামান মোল্লার নামও তালিকায় ছিল।

মনোনয়ন ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে কামাল জামান মোল্লার একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায়, তিনি সমর্থকদের উদ্দেশে বক্তব্যের এক পর্যায়ে বলেন, ‘আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সবাই ভালো থাকবেন। তারেক রহমান জিন্দাবাদ, ম্যাডাম খালেদা জিয়া জিন্দাবাদ, জয় বাংলা।’ এই কথা বলার সঙ্গে সঙ্গেই তিনি নিজের জিহ্বায় কামড় দেন।

ঘটনাটি ভাইরাল হওয়ার পর বিএনপির ভেতরে সমালোচনার ঝড় ওঠে। এরপরই তার মনোনয়ন স্থগিতের ঘোষণা আসে বলে জানা গেছে।

তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি কামাল জামান মোল্লা বা কেন্দ্রীয় বিএনপি।