ছবি: সংগৃহিত
নতুন নিবন্ধন পাওয়া তিন রাজনৈতিক দলকে নির্বাচনী প্রতীক দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। দলগুলো হলো- জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ আমজনগণ পার্টি এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)।
মঙ্গলবার (৪ নভেম্বর) নির্বাচন কমিশন এ সংক্রান্ত পৃথক তিনটি বিজ্ঞপ্তি জারি করে।
ইসি সূত্রে জানা গেছে, এনসিপিকে ‘শাপলা কলি’, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-কে ‘কাঁচি’ এবং বাংলাদেশ আমজনগণ পার্টিকে ‘হ্যান্ডশেক’ প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রিপ্রেসেন্টেশন অব পিপল অর্ডার, ১৯৭২ (পিও নং ১৫৫)-এর পরিচ্ছেদ ৬(এ) অনুযায়ী রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য দলগুলোর প্রতিনিধিরা নির্বাচন কমিশনে আবেদন করেছিলেন। পর্যালোচনার পর তাদের নিবন্ধন ও প্রতীক বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়া, এই নিবন্ধন ও প্রতীক বরাদ্দের বিষয়ে কারও কোনো আপত্তি থাকলে প্রয়োজনীয় দলিলসহ কারণ উল্লেখ করে আগামী ১২ নভেম্বরের মধ্যে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে লিখিতভাবে জানাতে বলা হয়েছে।