সিলেটের ওসমানীনগরে উজ্জ্বল বনিক (৪৫) নামের এক জুয়েলার্স শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার তাজপুরবাজারের স্কুল রোডে অবস্থিত শ্রী গোবিন্দ জুয়েলার্স থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত উজ্জ্বল বনিক হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মারকুলিবাজার এলাকার কানু বনিকের ছেলে। তিনি প্রায় দুই বছর ধরে তাজপুর বাজারের স্কুল রোডে সন্তোষ চক্রবর্তীর মালিকানাধীন শ্রী গোবিন্দ জুয়েলার্স-এ স্বর্ণকার হিসেবে কাজ করছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সোমবার রাতে খাবার খেয়ে দোকানের ভেতরেই ঘুমিয়ে পড়েন উজ্জ্বল। মঙ্গলবার সকালে দোকান মালিক সন্তোষ চক্রবর্তী এসে তাকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে বাড়িতে থাকা অতিরিক্ত চাবি এনে দরজা খুলে দেখেন উজ্জ্বলের নিথর দেহ খাটের ওপর পড়ে আছে।
পরে খবর পেয়ে বিকেল ৩টার দিকে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের চাচাতো ভাই সমিরন বনিক বলেন, ‘প্রথমে জানতে পারি উজ্জ্বল অসুস্থ, পরে খবর আসে তিনি মারা গেছেন। পুলিশের উপস্থিতিতে লাশ দেখি, শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। ময়নাতদন্তেই আসল কারণ জানা যাবে।’
দোকান মালিক সন্তোষ চক্রবর্তী বলেন, ‘রাতে দোকানেই ঘুমিয়েছিলেন উজ্জ্বল। সকালে এসে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে বাড়ির চাবি দিয়ে দোকান খুলে দেখি তিনি মারা গেছেন।’
ওসমানীনগর থানার এসআই আশীষ তালুকদার জানান, লাশের সুরতহালে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।