জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমান বলেছেন ফেব্রুয়ারিতেই আগামী নির্বাচন হতে হবে তা না হলে নানা বিশৃঙ্খলা তৈরীর সুযোগ তৈরী হবে। আর নির্বাচন আয়োজনের বৈধতা ও জুলাই সনদের আইনী ভিত্তির জন্যই আগে গণভোটের আয়োজন করতে হবে। সকালে সিলেট ওসমানী আঅন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যম কর্মীদের নানা প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তৃতীয় মেয়াদে জামায়াতের আমির নির্বাচিত হওয়ার পর দুই দিনের সফরে নিজ এলাকা সিলেটে আসেন ডাঃ শফিকুর রহমান। বিমানবন্দরে স্বাগত জানাতে ভীড় করেন শত শত নেতাকর্মী।
সিলেটে নেমেই বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন তিনি।এসময় আগামী নির্বাচনে আওয়ামীলীগের অংশগ্রহন থাকবে কিনা এমন প্রশ্নে, ডা: শফিকুর রহমান বলেন, আগামী নির্বাচনে আওয়ামীলীগের অংশগ্রহনের কোন সুযোগ নেই। আওয়ামীলীগ তো নিজেরাই নির্বাচন চায় না। আপনারা কি জোর করে তাদের উপর নির্বাচন চাপিয়ে দিতে চান? তারা যদি নির্বাচন চাইতো , তাহলে তারা গত ৩ টি নির্বাচনের সুযোগ পেয়েছে , হাতছাড়া করলো কেন? তারা যে নির্বাচনে বিশ্বাসি সেটা তারা প্রমান করতে পারেনি। যে জিনিস তারা পছন্দ করে না সেটা তাদের উপহার দিতে তাদের উপর জুলুম করা হবে বলে জানান, জামায়াতের আমির।
গণভোট নিয়ে প্রশ্নের জবাবে জামায়াতের আমির বলেন, গণভোট ইস্যুতে জামায়াতের অবস্থান পরিস্কার। গণভোট জাতীয় নির্বাচনের আগে না হলে কিসের ভিত্তিতে নির্বাচন হবে । এজন্যই গণভোট আগে হতে হবে যার মাধ্যমে জুলাই সনদ আইনী ভিত্তি পাবে।

নির্বাচনকে সামনে রেখে জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, অনেক ত্যাগ ও কোরবানী করে দেশে পরিবর্তন এসেছে। গত তিনটি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। দুঃশাসনের কারণে মানুষ রাস্তায় নেমে এসেছিল। তাই দুঃশাসনের যত কারণ ছিল সবগুলো দূর হওয়া উচিত। এর মধ্যে সবচেয়ে বড় কারণ হল দুর্নীতি। দুর্নীতির বিরুদ্ধে আমরা জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই এবং পুরো জাতি যাতে আমরা এক সাথে আওয়াজ তুলে দুর্নীতিকে ‘না’ বলতে পারি। আমি দুর্নীতি করবো না, কাউকে করতে দেব না- এটা হলেই ইন শা আল্লাহ দেশ এগিয়ে যাবে।
বিমান বন্দর থেকে বাইরে বের হওয়ার পরই শত শত নেতাকর্মী তাকে অভ্যর্থনা জানান।