ছবি: ইমজা নিউজ
সিলেটের দক্ষিণ সুরমায় আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাক হত্যাকাণ্ডে দায়ের করা মামলায় নিহতের ছেলে আসাদ আহমদকে পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) দক্ষিণ সুরমা থানা পুলিশ তাকে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে ৩ দিনের রিমান্ডে নিয়ে আসে বলে আদালত সূত্রে জানা গেছে।
এর আগে, শনিবার (১ নভেম্বর) মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে আসাদ আহমদকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
হত্যার রহস্য উদঘাটনের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন করলে সোমবার (৩ নভেম্বর) সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক শফিকুল হক শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ জানায়, নিহত আবদুর রাজ্জাকের পেট, বুক ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে ২২ ইঞ্চি লম্বা একটি ছুরি উদ্ধার করা হয়, যা বর্তমানে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।
পারিবারিক সূত্র জানায়, নিহত রাজ্জাকের এক ছেলে ও এক মেয়ে রয়েছে- দুজনেরই বিয়ে হয়ে গেছে। কয়েক মাস আগে তিনি সম্পত্তি ভাগ-বাঁটোয়ারা করেন। এরপর থেকে তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন এবং চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন। তার বিরুদ্ধে ৫ আগস্ট-পরবর্তী সময়ে একটি মামলা থাকলেও তিনি নিজ বাড়িতেই অবস্থান করতেন।
উল্লেখ্য, গত ৩১ অক্টোবর সকালে দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়নের তেলিরাই গ্রামে নিজ বাসার ছাদের সিঁড়ির পাশে একটি কক্ষ থেকে আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।