প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২৫ ১৯:৩৯ (বুধবার)
ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ১,০৬৯ জন

ছবি: সংগৃহিত

সারাদেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১,০৬৯ জন রোগী।

বুধবার (৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গু ড্যাশবোর্ড থেকে এ তথ্য জানা গেছে।

ড্যাশবোর্ড অনুযায়ী, ডেঙ্গুতে ঢাকার দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় সর্বোচ্চ ৫ জনের মৃত্যু হয়েছে। ঢাকা উত্তর সিটিতে মারা গেছেন ৩ জন এবং খুলনা ও বরিশাল বিভাগে একজন করে মৃত্যুর খবর পাওয়া গেছে।

মৃতদের মধ্যে ২০ বছরের কম বয়সি ৪ জন এবং ৪০ বছরের বেশি বয়সি ৪ জন রয়েছেন। নিহতদের মধ্যে নারী ও পুরুষের সংখ্যা সমান- ৫ জন করে।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ১,০৬৯ জনের মধ্যে পাঁচ বছরের কম বয়সি শিশু রয়েছে ৫৮ জন। আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ২১ থেকে ২৫ বছর বয়সি তরুণ।

চলতি সপ্তাহে এখন পর্যন্ত ডেঙ্গুতে ২৪ জনের মৃত্যু হয়েছে এবং ৪ হাজার ৪৭৯ জন আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ডেঙ্গু পরিস্থিতি এখনও উদ্বেগজনক। জনসচেতনতা বৃদ্ধি ও মশার প্রজননস্থল ধ্বংসের ওপর জোর দিয়েছে তারা।