ছবি: সংগৃহিত
বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, সাবেক সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমদ মিলন আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
বুধবার (৫ নভেম্বর) বিকেলে হাজারো নেতা-কর্মীর উপস্থিতিতে তিনি সিলেটের হযরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.) মাজার জিয়ারতের মধ্য দিয়ে এই প্রচারণার সূচনা করেন।
মাজার জিয়ারত শেষে কলিম উদ্দিন আহমদ মিলন দেশ, জাতি, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন। পাশাপাশি নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর দ্রুত সন্ধান কামনা করে বিশেষ মোনাজাতও করেন।
জিয়ারত শেষে মাজার প্রাঙ্গণে উপস্থিত নেতা-কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময় করেন তিনি। সিলেট থেকে সুনামগঞ্জ ফেরার পথে শত শত মোটরসাইকেলের বিশাল শোডাউনে অংশ নেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। পুরো যাত্রাপথজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ গোলচত্তরে আয়োজিত এক পথসভায় কলিম উদ্দিন আহমদ মিলন বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতীক, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতীক এবং জননেতা তারেক রহমানের প্রতীক ধানের শীষের বিজয় নিশ্চিত করতে আমরা সবাই একসাথে কাজ করবো। আমাদের প্রিয় নেতা মিজানুর রহমান চৌধুরীকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে মাঠে নামব।’
তিনি আরও বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে দলীয় ঐক্য ও সহযোগিতা অপরিহার্য। এজন্য সর্বস্তরের জনগণ ও দলীয় কর্মীদের সহযোগিতা কামনা করছি।’
পথসভায় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্রদলের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। উপস্থিত নেতাদের মধ্যে ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রহমান ও নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম বকুল, পৌর বিএনপির আহবায়ক সামছুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ শফিকুল আলম মতি ও মোশাররফ হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন সুমেন, জেলা যুবদলের সহ-সভাপতি আব্দুর রহিম, জেলা ছাত্রদলের আহবায়ক ইমন রহমানসহ অন্যান্য নেতারা।
বক্তারা বলেন, ‘ধানের শীষের বিজয় মানেই দেশের গণতন্ত্রের বিজয়। আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করে জনগণের সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে সবাই মাঠে থাকতে হবে।’
কলিম উদ্দিন আহমদ মিলন আরও বলেন, ‘বিএনপির ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে সকল চক্রান্ত ও ষড়যন্ত্র মোকাবিলা করে ধানের শীষের বিজয় নিশ্চিত করা হবে। বিএনপি সব সময় দেশের অবহেলিত মানুষের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও তাদের জন্য কাজ করবে।’
জিয়ারত ও পথসভা শেষে নেতাকর্মীরা কলিম উদ্দিন আহমদ মিলনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং নির্বাচনী প্রস্তুতি বিষয়ে মতবিনিময় ও দিকনির্দেশনা পান। পুরো ছাতক ও দোয়ারাবাজার এলাকা ‘ধানের শীষ লাগা’ স্লোগানে মুখর হয়ে উঠেছে।