ছবি: রাজীব চৌধুরী
বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ-৩০) যোগ দিতে ব্রাজিল যাচ্ছেন প্রকাশক-লেখক ও পরিবেশবাদী সংগঠক রাজীব চৌধুরী।
বুধবার (৫ নভেম্বর) বিকেল ৪টা ৫০ এর ফ্লাইটে তিনি ব্রাজিলের উদ্দেশ্যে উদ্দেশে রওয়ানা দেন।
১১ নভেম্বর থেকে ২২ নভেম্বর পর্যন্ত ব্রাজিলের বেলেম শহরে বিশ্ব জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হবে। রাজীব চৌধুরী বিশ্ব জলবায়ু সম্মেলনে বাংলাদেশ প্যাভেলিয়নসহ গ্রীন ও ব্লু জোনের বিশ্বের বিভিন্ন দেশের প্যাভেলিশনে অনুষ্ঠিত কর্মসূচিতে অংশ নেবেন। বাংলাদেশ সরকারের পদস্থ কর্মকর্তাসহ বাংলাদেশের পরিবেশবাদী সংগঠন ও প্রতিনিধিত্বশীল ব্যক্তিরা সম্মেলনে অংশ নেবেন। আগামী ২২ নভেম্বর সম্মেলন শেষ হলে প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশ ফিরবেন রাজীব চৌধুরী।
সিলেটের চৈতন্য প্রকাশনের সত্ত্বাধিকারী রাজীব চৌধুরী গত বছর আজারবাইজানের বাকু শহরে অনুষ্ঠিত কপ ২৯ সম্মেলনেও অংশ নিয়েছিলেন। সেখানে সিলেট অঞ্চলে জলবায়ুজনিত পরিবেশগত পরিবর্তনের বিষয়টি উপস্থাপন করেন।
কপ-২৯ সম্মেলনের অভিজ্ঞতায় তিনি বাংলাদেশের বিভিন্ন টেলিভিশনের আলোচনা অনুষ্ঠানে আমন্ত্রিত হন।
এবারকার ব্রাজিলে অনুষ্ঠিতব্য কপ ৩০ সম্মেলনে যোগ দিয়ে সিলেট অঞ্চলে বিশেষ করে হাওর-নদী-টিলা ও সংরক্ষিত প্রকৃতি ও বনাঞ্চলের পরিবেশগত সমস্যার বিষয়টি তুলে ধরে বিশ্ব পরিবেশবাদীদের দৃষ্টি আকর্ষণ করবেন জানিয়ে রাজীব বলেন, ব্রাজিলের সম্মেলনটি ভৌগোলিক কারণে গুরুত্বপূর্ণ। সম্মেলনে নিজস্ব মতামত তুলে ধরার পাশাপাশি আমাজন অঞ্চল অবলোকন করে এসে বাংলাদেশের প্রকৃতি সংরক্ষণ বিষয়টি অভিজ্ঞতা হিসেবে সঞ্চয় করবেন।
পেশায় প্রকাশক রাজীব চৌধুরী একজন মননশীল লেখক। পাশাপাশি পরিবেশবাদী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত। বাংলাদেশ পরিবেশ আন্দোলনে (বাপা) সম্পৃক্ততা থেকে এখন ‘ধরিত্রী রক্ষায় আমরা’ (ধরা) সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্য পদে আছেন। বিশ্ব জলবায়ু সম্মেলন ছাড়াও রাজীব পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন। এ নিয়ে জাতীয় দৈনিক পত্রিকা ও সাময়িকীতেও ভ্রমণকাহিনি লিখেছেন।
সিলেটে তার প্রতিষ্ঠা করা চৈতন্য প্রকাশনটি প্রায় এক যুগ ধরে বাংলাদেশ, পশ্চিমবঙ্গসহ যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্রের অনেক লেখক, সাহিত্যিক ও কবির গ্রন্থ প্রকাশ করে প্রকাশনা জগতের আকর্ষণ করেছে।
জাতীয়ভাবে একুশে গ্রন্থমেলায়ও চৈতন্য প্রকাশন অংশ নিচ্ছে। প্রকাশনা ছাড়াও চৈতন্য প্রকাশনের উদ্যোগে ঢাকা ও সিলেটসহ বিভিন্ন স্থানে সৃজনশীল আলোচনা-লেখক আড্ডা-অনুষ্ঠানের আয়োজন করে।