ছবি: সংগৃহিত
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে তিন ম্যাচের হকি সিরিজ শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের সবগুলো ম্যাচ। এই সিরিজের জয়ী দল সুযোগ পাবে হকি বিশ্বকাপের বাছাইপর্বে খেলার।
সূচি অনুযায়ী, আগামীকাল বেলা দুইটায় প্রথম ম্যাচ, শুক্রবার বেলা তিনটায় দ্বিতীয় এবং ১৬ নভেম্বর তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।
তবে আগামীকাল আওয়ামী লীগের কর্মসূচির কারণে ম্যাচকে ঘিরে কিছুটা নিরাপত্তা উদ্বেগে আছে বাংলাদেশ হকি ফেডারেশন।
ফেডারেশনের সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান জানান, পাকিস্তান দলকে মাঠে আনা হবে নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা আগে। দলটি স্টেডিয়াম সংলগ্ন একটি হোটেলে অবস্থান করছে, ফলে যাতায়াতে তেমন সমস্যা হবে না বলে আশা করছে ফেডারেশন।
তিনি বলেন, ‘ঢাকা মেট্রোপলিটন পুলিশের সঙ্গে কথা হয়েছে, তারা নিরাপত্তা দেবে। পাকিস্তান দলকেও আমরা পরিস্থিতির বিষয়ে জানিয়েছি। সাধারণত এক ঘণ্টা আগে মাঠে আসে তারা, কিন্তু কাল দেড় ঘণ্টা আগে আসবে।’
আজ অনুষ্ঠিত সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের ডাচ কোচ সিগফ্রাইড আইকম্যান বলেন, ‘আমাদের আর তাদের মধ্যে বড় পার্থক্য আছে, সেই ব্যবধান কমানোই এখন লক্ষ্য। যতটা সম্ভব প্রস্তুতি নিয়েছি, মাঠে নেমে লড়ব।’
আইকম্যান একসময় ছিলেন পাকিস্তান দলের কোচ। নিজের সাবেক দলকে নিয়ে তিনি রসিকতা করে বলেন, ‘ওদের বলেছি, আমার শেখানো কৌশল দিয়েই যেন আমাকে হারাতে না আসে।’
বাংলাদেশ দলের অধিনায়ক রেজাউল করিম বাবু বলেন, ‘ক্রিকেট-ফুটবলের চাপে হকি অনেকটা পিছিয়ে গেছে। নিয়মিত ক্যাম্প, লিগ বা টুর্নামেন্ট থাকলে আমরা ফিটনেস ও মানসিকভাবে আরও উন্নতি করতে পারব।’
তিনি আরও যোগ করেন, ‘পাকিস্তান আমাদের চেয়ে ভালো দল, কিন্তু হারানোর কিছু নেই। চেষ্টা করলে পাওয়ার অনেক কিছু আছে।’
অন্যদিকে পাকিস্তান দল বাংলাদেশের আতিথেয়তা ও মাঠের পরিবেশের প্রশংসা করেছে। পাকিস্তান কোচ ওসমান আহমেদ বলেন, “বাংলাদেশের আতিথেয়তা ও সুন্দর মাঠের জন্য ধন্যবাদ। এটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ সিরিজ, আশা করছি ভালো খেলা হবে।”
পাকিস্তান অধিনায়ক আম্মাদ শাকিল ভাট বলেন, ‘আমি ঢাকায় অনেকবার খেলেছি। এখানকার মানুষ দারুণ। আশা করি দর্শকেরা খেলা উপভোগ করবেন এবং দুদলকেই সমর্থন করবেন।’