ছবি: সংগৃহিত
আগামী ২৬ ডিসেম্বরের পর দেশে সব ধরনের অবৈধ ও অনিবন্ধিত মোবাইল হ্যান্ডসেট নেটওয়ার্কে আর সচল থাকবে না। তবে তার আগেই অনিবন্ধিত মোবাইল ব্যবহারকারীদের জন্য স্বস্তির খবর জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
রোববার (১৬ নভেম্বর) পাঠানো এক বার্তায় বিটিআরসি জানায়, ১৬ ডিসেম্বরের পূর্বে মোবাইল নেটওয়ার্কে ব্যবহৃত সব হ্যান্ডসেট- বৈধ, অবৈধ বা ডাটাবেইজে না পাওয়া- স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়ে যাবে এবং ভবিষ্যতেও নেটওয়ার্কে সচল থাকবে।
১৬ ডিসেম্বর থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (NEIR) সিস্টেম চালু হচ্ছে। এই সিস্টেম চালুর আগে যেসব মোবাইল ফোন নেটওয়ার্কে সক্রিয় থাকবে, সেগুলো স্বয়ংক্রিয়ভাবে NEIR–এ যুক্ত হয়ে বৈধ হিসেবে গণ্য হবে।
হ্যান্ডসেটের আইএমইআই নম্বর জানতে ডায়াল করুন: *#06#।