ছবি: সংগৃহিত
৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শুরু হওয়ার আগেই আয়োজনটি বিতর্কের মুখে পড়েছে। প্রতিযোগিতার মূল বিচারক প্যানেল থেকে দুই সদস্য পদত্যাগ করেছেন। তাদের মধ্যে একজন অভিযোগ তুলেছেন, প্রতিযোগীদের নির্বাচন প্রক্রিয়ায় কারচুপির সম্ভাবনা রয়েছে।
আগামী শুক্রবার থাইল্যান্ডের ব্যাংককের মঞ্চে বসবে এবারের আসর। তবে তার আগে মূল আট সদস্যের জুরি প্যানেল থেকে পদত্যাগ করেছেন লেবানিজ–ফরাসি সংগীতশিল্পী ওমর হারফুশ।
মঙ্গলবার ইনস্টাগ্রামে তিনি জানান, তার অবহেলায় একটি অস্থায়ী জুরি গঠন করা হয়েছে এবং ১৩৬ দেশের প্রতিনিধির মধ্য থেকে ৩০ জনকে বেছে নেওয়া হয়েছে।
হারফুশ দাবি করেন, এই তথ্য তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন।
এছাড়া তিনি অভিযোগ করেন, ওই অস্থায়ী জুরিতে এমন কয়েকজন রয়েছেন, যাদের কিছু প্রতিযোগীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। এতে স্বার্থের দ্বন্দ্ব তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
তবে হারফুশ বিস্তারিত জানাননি, অস্থায়ী জুরি কীভাবে সিদ্ধান্ত নেবে বা মূল প্যানেলের ওপর কীভাবে পাশ কাটানো হয়েছে।
এ ঘটনার ফলে এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতা শুরু হওয়ার আগেই বিতর্কের সৃষ্টি হয়েছে।