প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৫ ২৩:০৫ (শুক্রবার)
বিজয়ী ফাতিমাকে ‘ভুয়া’ বললেন বিচারক

ছবি: ফাতিমা বশ

৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে ২১ নভেম্বর থাইল্যান্ডে। এবারের আসরে বিশ্বসুন্দরীর মুকুট জিতেছেন মেক্সিকোর ফাতিমা বশ। তবে তার বিজয় ঘোষণার পরই শুরু হয়েছে বিতর্ক। প্রতিযোগিতার অন্যতম বিচারক, লেবানিজ-ফরাসি সুরকার ওমর হারফৌচ অভিযোগ তুলেছেন- ব্যবসায়িক স্বার্থেই ফাতিমাকে বিজয়ী করা হয়েছে।

ফাইনাল অনুষ্ঠানের দুই দিন আগে বিচারক প্যানেল থেকে সরে দাঁড়ান ওমর হারফৌচ। তিনি দাবি করেন- জুরি সদস্যদের মধ্যে স্বজনপ্রীতি ছিল, কিছু প্রতিযোগীর সঙ্গে বিচারকদের ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। এরপর ফাতিমা বিজয়ী হওয়ার পর তিনি আরও কঠোর অভিযোগ তোলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ওমর বলেন, ‘মিস মেক্সিকো একজন ভুয়া বিজয়ী। ফাতিমা বশের বাবার সঙ্গে প্রতিযোগিতার মালিক রাউল রোচার ব্যবসায়িক সম্পর্ক রয়েছে।’

ওমর আরও দাবি করেন, ফাইনালের ২৪ ঘণ্টা আগে তিনি আমেরিকান গণমাধ্যম এইচবিও-কে জানিয়ে দিয়েছিলেন, ‘মিস মেক্সিকোই জিতবেন।’

তিনি আরও অভিযোগ করেন, দুবাইতে রাউল রোচা এবং তার ছেলে তাকে ফাতিমাকে ভোট দেওয়ার চাপ দিয়েছিলেন। তাদের দাবি ছিল- ফাতিমার জেতা তাদের ব্যবসার জন্য লাভজনক হবে।

এদিকে এসব অভিযোগের পাল্টা জবাব দিয়েছে মিস ইউনিভার্স অর্গানাইজেশন।

সংস্থার প্রেসিডেন্ট রাউল রোচা এক ভিডিও বার্তায় ওমরের অভিযোগকে ভিত্তিহীন বলে অভিহিত করেন। তার দাবি, ওমর হারফৌচ স্বেচ্ছায় সরে যাননি; বরং বিচার প্রক্রিয়ায় অসঙ্গতির কারণে তাকে প্যানেল থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া ভবিষ্যতে তাকে কোনোভাবেই মিস ইউনিভার্স ব্র্যান্ডের সঙ্গে যুক্ত থাকতে দেওয়া হবে না বলেও জানান রাউল রোচা।

এ নিয়ে সামাজিকমাধ্যমে চলছে তুমুল আলোচনা সমালোচনা। তবে ফাতিমা বশ বা তার পক্ষ থেকে এখনো এ অভিযোগের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।