ছবি: সংগৃহিত
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় দলের খেলোয়াড়দের কোনো ধরনের রাজনৈতিক উদ্দেশ্যে বা নির্বাচনী প্রচারণায় ব্যবহার না করার নির্দেশ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। নির্বাচনের সময় খেলোয়াড়দের উপস্থিতি ও সম্পৃক্ততা নিয়ে অতীতের অভিজ্ঞতার আলোকে এবার আগেভাগেই এ সতর্কতা জারি করা হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) এনএসসির পরিচালক মোহাম্মদ আমিনুল এহসানের স্বাক্ষর করা একটি চিঠিতে বলা হয়, জাতীয় দলের খেলোয়াড়রা দেশের অমূল্য সম্পদ এবং সবার কাছে একাত্মতার প্রতীক। ক্রীড়াঙ্গনের নিরপেক্ষতা ও পবিত্রতা বজায় রাখতে খেলোয়াড়দের ভাবমূর্তিকে কোনো রাজনৈতিক বা নির্বাচনী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করা অনুচিত।
চিঠিতে দুটি বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে- জাতীয় দলের কোনো খেলোয়াড় সরাসরি বা পরোক্ষভাবে কোনো রাজনৈতিক দল, জোট বা প্রার্থীর প্রচারণায় অংশ নিতে পারবেন না; এবং কোনো নির্বাচনী সভা বা মঞ্চে প্রচারণামূলক কাজে উপস্থিত হওয়াও কঠোরভাবে নিষিদ্ধ।
এনএসসি আরও জানিয়েছে, এসব নির্দেশনা অমান্য করা হলে দেশের সুস্থ ক্রীড়া পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, যা একেবারেই অনভিপ্রেত। তাই সংশ্লিষ্ট ফেডারেশন, অ্যাসোসিয়েশন এবং খেলোয়াড়দের নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, গত নির্বাচনে জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এবং সাকিব আল হাসান জাতীয় রাজনীতিতে অংশ নেন। তাঁদের নির্বাচনী প্রচারণায় জাতীয় দলের বিভিন্ন ক্রিকেটারকেও দেখা গেছে। এবার এমন পরিস্থিতি এড়াতে আগে থেকেই কঠোর অবস্থানে গেল জাতীয় ক্রীড়া পরিষদ।