প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৫ ২২:৩২ (শুক্রবার)
বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’

ছবি: সংগৃহিত

আন্দামান সাগর ও মালাক্কা প্রণালীতে সৃষ্ট নিম্নচাপটি ক্রমেই ঘনীভূত হয়ে শক্তিশালী রূপ নিচ্ছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই এটি ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’-এ পরিণত হতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি)। সংযুক্ত আরব আমিরাত প্রস্তাবিত এই ঘূর্ণিঝড়ের নামের অর্থ-‘সিংহ’।

ইতোমধ্যে আগাম সতর্কতা হিসেবে আন্দামান–নিকোবর দ্বীপপুঞ্জ, তামিলনাড়ু, পন্ডিচেরিসহ বিভিন্ন উপকূলীয় এলাকায় সতর্কতা জারি করেছে আইএমডি। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বুধবার বা বৃহস্পতিবারের মধ্যেই গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

গত শনিবার সৃষ্ট নিম্নচাপটি ঘনীভূত হয়ে বর্তমানে মালাক্কা প্রণালী ও সংলগ্ন আন্দামান সাগরের ওপরে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। আইএমডি জানায়, সোমবারই এটি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে গভীর নিম্নচাপে রূপ নেবে। এরপর পশ্চিম ও উত্তর–পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কোন উপকূলে এটি আঘাত হানতে পারে, তা এখনও নিশ্চিত নয়।

এদিকে, আন্দামানে প্রবল ঝড়–বৃষ্টির সতর্কতা জারি রয়েছে।

কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তরের সম্পাদক সোমনাথ দত্ত জানিয়েছেন, আগামী পাঁচ দিন উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চল এবং তরাই–ডুয়ার্স এলাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। দক্ষিণবঙ্গেও তেমন কোনো পরিবর্তন হবে না। দার্জিলিং ও ডুয়ার্স এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে কলকাতা ও আশপাশের জেলাগুলোতে আবহাওয়া স্বাভাবিক থাকবে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন এলাকায় আরেকটি নতুন নিম্নচাপের ক্ষেত্র তৈরি হতে পারে। সেই নিম্নচাপটি পশ্চিম–উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দক্ষিণ–পশ্চিম বঙ্গোপসাগর এবং শ্রীলংকা উপকূল সংলগ্ন এলাকাতেও আরেকটি লঘুচাপ তৈরি হতে পারে।

আগামী পাঁচ দিনের বাংলাদেশে আবহাওয়া:

মঙ্গলবার থেকে বৃহস্পতিবার: সারা দেশে আংশিক মেঘলা আকাশ ও শুষ্ক আবহাওয়া থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বা প্রায় অপরিবর্তিত থাকবে। তবে বৃহস্পতিবার দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

শুক্রবারে শুষ্ক আবহাওয়া অধিপতিত্ব বজায় থাকবে, তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন নেই।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনের মধ্যে দেশের সামগ্রিক আবহাওয়ার ধরনে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হওয়ার আশঙ্কা নেই।