ছবি: সংগৃহিত
১৬ বছরের কম বয়সী কিশোরদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করতে যাচ্ছে মালয়েশিয়া। আগামী বছর থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হতে পারে।
শিশুকিশোরদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে কড়াকড়ি আরোপের যে উদ্যোগ ইউরোপ ও অস্ট্রেলিয়ায় শুরু হয়েছে, মালয়েশিয়া এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে।
মালয়েশিয়ার যোগাযোগমন্ত্রী ফাহমি ফাদজিল জানান, সাইবার বুলিং, প্রতারণা ও যৌন হয়রানির মতো অনলাইন ক্ষতির ঝুঁকি থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে এই নীতি অনুমোদন দিয়েছে দেশটির মন্ত্রিসভা।
তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া ও অন্যান্য দেশের মডেল অনুসরণ করে পরিচয়পত্র বা পাসপোর্ট দিয়ে ইলেকট্রনিক বয়স যাচাই ব্যবস্থা চালু করা হবে।’
তিনি আরও বলেন, ‘সরকার, নিয়ন্ত্রক সংস্থা এবং অভিভাবক সবাই দায়িত্ব পালন করলে আমরা মালয়েশিয়ার ইন্টারনেটকে শুধু দ্রুত ও সাশ্রয়ী নয়, বরং শিশু ও পরিবারের জন্য নিরাপদ করতে পারব।’
এ ছাড়া, অন্তত ৮০ লাখ ব্যবহারকারী রয়েছে এমন সামাজিক যোগাযোগমাধ্যম ও মেসেজিং প্ল্যাটফর্মগুলোকে আগামী জানুয়ারি থেকে লাইসেন্সের আওতায় আনতে যাচ্ছে মালয়েশিয়া। লাইসেন্সপ্রাপ্ত প্ল্যাটফর্মগুলোকে বয়স যাচাই, কনটেন্ট নিরাপত্তা ব্যবস্থা এবং স্বচ্ছতা নীতিমালা বাধ্যতামূলকভাবে অনুসরণ করতে হবে।
বিশ্বে প্রথমবারের মতো ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করেছে অস্ট্রেলিয়া। আগামী ১০ ডিসেম্বর থেকে আইন কার্যকর হবে। আইন ভঙ্গ করলে ফেসবুক, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, টিকটকসহ বড় প্ল্যাটফর্মগুলোকে সর্বোচ্চ ৫ কোটি অস্ট্রেলিয়ান ডলার জরিমানা করা হবে।
এ ছাড়া ডেনমার্ক ১৫ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধের পরিকল্পনা করেছে। নরওয়েও একই বয়সসীমায় নিষেধাজ্ঞার একটি খসড়া আইন প্রণয়নের কাজ করছে।