প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৫ ২১:৪২ (শুক্রবার)
স্বামীর বিরুদ্ধে যৌতুক মামলা প্রত্যাহার করলেন সানাই মাহবুব

ছবি: সানাই মাহবুব

চিত্রনায়িকা সানাই মাহবুব চার মাস আগে স্বামী আবু সালেহ মূসার বিরুদ্ধে করা যৌতুক মামলার ইতি টেনেছেন। শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলাটি তিনি স্বেচ্ছায় প্রত্যাহার করে নিয়েছেন বলে আদালত প্রাঙ্গণে জানিয়েছেন তার আইনজীবী মিঠুন সাহা।

আইনজীবী জানান, ‘স্বামী–স্ত্রী দুজনই দুজনকে মন থেকে চান। সে কারণেই বাদী সানাই মাহবুব মামলাটি তুলে নিয়েছেন। তাদের আবার একত্র করতে পেরে আমরা সত্যিই আনন্দিত।’

এর আগে মামলার শুনানিতে সানাই অভিযোগ করেছিলেন- যৌতুকের টাকা না দেওয়ায় তাকে জোর করে দেহ ব্যবসায় ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে, এবং বিয়ের পর বিভিন্ন অজুহাতে স্বামীর চাহিদা বাড়তে থেকেছে।

মামলার এজাহারে উল্লেখ ছিল- ২০২২ সালের ২৭ মে মূসাকে বিয়ে করেন সানাই। বিয়েতে আসবাবপত্র ও ১৫ ভরি স্বর্ণ দেন তার পরিবার। পরে মূসার চাপে সানাই নিজের সঞ্চয় থেকে ১২ লাখ এবং বাবার কাছ থেকে ৭ লাখ-মোট ১৯ লাখ টাকা দেন। টাকা নষ্ট করার পর আরও ২২ লাখ টাকা দাবি করেন মূসা। যৌতুক না পেয়ে নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো।

গত বছরের ১৫ সেপ্টেম্বর সানাইকে নির্যাতন করে বাসা থেকে বের হয়ে গিয়ে মূসা জানিয়ে দেন- টাকা না দিলে সংসার টিকবে না।

পারিবারিক ও সামাজিক প্রচেষ্টায় সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করেও ব্যর্থ হওয়া সানাই শেষে আইনের আশ্রয় নিয়েছিলেন। কিন্তু অবশেষে সব অভিযোগ প্রত্যাহার করে মামলা থেকে সরে দাঁড়িয়েছেন।

আদালত প্রাঙ্গণেই দেখা যায়, সানাই ও মূসা পাশাপাশি দাঁড়িয়ে হাসিমুখে, যা উপস্থিতদের মতে দাম্পত্য জীবনে নতুন শুরুর ইঙ্গিত দিচ্ছে।