প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৫ ১৯:২৫ (রবিবার)
`ধানের শীষে ভোট দিয়ে ‘লুনা’র বিজয় নিশ্চিত করতে হবে'- হুমায়ুন কবির

ছবি: সংগৃহিত

বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির বলেছেন, ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাই এক সাথে কাজ করে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। সিলেট-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হয়েছেন নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা। তিনি এই আসনে ধানের শীষ নিয়ে নির্বাচন করবেন। তাকে দল থেকে মনোনয়ন দেয়া হয়েছে। তাই আমরা সবাই লুনা’কে সমর্থন করে ভোট দিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। কারন এখানে ধানের শীষের বিজয় নিশ্চিত না হলে আমাদের সবার মানসম্মানের বিষয় জড়িত রয়েছে।’

তিনি বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে সিলেটের বিশ্বনাথ উপজেলার সাবেক চেয়ারম্যান ও সদ্য বহিস্কার আদেশ প্রত্যাহার করে দলে ফেরা বিএনপি নেতা সুহেল আহমদ চৌধুরীর বাড়িতে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।

সাবেক চেয়ারম্যান আব্বাছ আলীর সভাপতিত্বে ও যুবদল নেতা রুমেল আলীর পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, বিএনপি নেতা কবির হোসেন ধলা মিয়া চেয়ারম্যান, বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, বিএনপি নেতা মনির মিয়া, খায়রুল আমিন আজাদ, ইকবাল হোসেন, হারিছ আলী, যুবদল নেতা মুসলিম আলী, সাজিদুর রহমান সুহেল, মাহতাব উদ্দিন, কামরুল ইসলাম বাদশা, জাকির হোসেন ও সাজ্জাদুর রহমান শিপলু।