ছবি: সংগৃহিত
সিলেটের বিশ্বনাথে আন্দোলনরত আট ইসিলামি দলের লিয়াজো কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আগামি ৬ ডিসেম্বর সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আন্দোলনরত আট দলের বিভাগীয় সমাবেশ সফলের লক্ষ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে আন্দোলনরত ইসলামি দলগুলোর উপজেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শনিবার (২৯ নভেম্বর) রাতে বিশ্বনাথ পৌর শহরের পুরাতন বাজারে একটি রেস্টুরেন্টে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
লিয়াজো কমিটির সমন্বয়ক ও উপজেলা জামায়াতের আমির এবং সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে বৈঠকে বক্তব্য দেন, সিলেট জেলা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক কাজী মাও: আব্দুল ওয়াদুদ, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাও: উবায়েদুল হক, বাংলাদেশ খেলাফত মজলিসের বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি মাও: আশরাফুল হক, বাংলাদেশ ইসলামি আন্দোলন বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি মাও: আমির উদ্দিন ও বাংলাদেশ ডেভলাপমেন্ট পার্টির বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি আশিক উদ্দিনসহ সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।