ছবি: সংগৃহিত
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে রেকর্ড গড়া জয়ে আয়ারল্যান্ডকে হারিয়ে সিরিজে ১-১ সমতায় ফিরেছে বাংলাদেশ। ১৭১ রানের টার্গেট তাড়া করতে নেমে বাংলাদেশ ৪ উইকেটে জয় নিশ্চিত করে, শেষ পর্যন্ত হাতে থাকে মাত্র ২ বল।
বাংলাদেশের জয়ে প্রধান ভূমিকা পালন করেছেন লিটন কুমার দাস ও পারভেজ হোসেন ইমন। লিটন দাস ৩৭ বলে ৫৭ রান করেন, যার মধ্যে তিনটি চার ও তিনটি ছক্কা ছিল। এই ইনিংসে তিনি ৩৪তম বলে নিজের ফিফটি পূর্ণ করেন। পারভেজ হোসেন ইমন ২৮ বলে ৪৩ রান করে দলের জন্য শক্ত ভিত্তি গড়ে দেন, তার ইনিংসে ছিল ৫টি চার ও দুটি ছক্কা।
বাংলাদেশের ইনিংসের শুরুটা হয়নি সহজ। ওপেনার তানজিদ হাসান তামিম মাত্র ২৬ রানে রান আউট হয়ে যান। এরপর লিটন দাস ও ইমন ৪৩ বলে ৬০ রানের জুটি গড়ে দলকে প্রতিযোগিতায় ফিরিয়ে আনে।
এর আগে আয়ারল্যান্ড প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৭০ রান সংগ্রহ করে। পাওয়ার প্লের ৬ ওভারে তারা ১ উইকেটে ৭৫ রান সংগ্রহ করে দারুণ শুরু করে। দলের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন লরকান টাকার, ৩৮ রান করেন টিম ট্যাক্টর এবং ২৯ রান করেন পল স্টার্লিং।
বাংলাদেশ দলের হয়ে শেখ মেহেদি হাসান ৪ ওভারে ২৫ রানে ৩ উইকেট শিকার করেন। এছাড়া ১টি করে উইকেট নেন মোহাম্মদ সাইফউদ্দিন ও তানজিম হাসান সাকিব।
এই জয়ের ফলে বাংলাদেশ সিরিজে সমতায় ফিরেছে এবং পরবর্তী ম্যাচের দিকে নজর রাখতে শুরু করেছে।