ছবি: সংগৃহিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন–২০২৪-এ আহত জুলাই যোদ্ধাদের জন্য ঢাকার মিরপুরে ১৫৬০টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ করা হবে। এ উদ্দেশ্যে ১ হাজার ৩৪৪ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
সোমবার (১ ডিসেম্বর) শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে একনেকের সভায় প্রকল্পটি পাস হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ বাস্তবায়ন করবে এই প্রকল্প, যার মেয়াদ ধরা হয়েছে ২০২৪ সালের জুলাই থেকে ২০২৯ সালের জুন পর্যন্ত। একই আন্দোলনে শহীদ পরিবারের স্থায়ী আবাসনের জন্য আলাদা আরেকটি প্রকল্প পাস হয়েছে। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের জমিতে ‘৩৬ জুলাই’ নামে আবাসিক ফ্ল্যাট নির্মাণে ব্যয় হবে ৭৬১ কোটি টাকা। ২০২৮ সালে প্রকল্পটি শেষ হওয়ার কথা।
সভায় মোট ১৭টি প্রকল্প অনুমোদন পেয়েছে, যার মোট ব্যয় ১৫ হাজার ৩৮৩ কোটি টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ৯ হাজার ৪৫১ কোটি টাকা, প্রকল্প ঋণ ৫ হাজার ৬১০ কোটি টাকা এবং বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব অর্থায়ন ৩৭৯ কোটি টাকা।
একনেক সভা শেষে এসব প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ১৩টি নতুন এবং ৫টি সংশোধিত প্রকল্প।
অনুমোদিত অন্যান্য প্রকল্পগুলো হলো- চট্টগ্রাম কৃষি অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন; মানসম্পন্ন বীজ আলু উৎপাদন, সংরক্ষণ ও কৃষক পর্যায়ে বিতরণ জোরদার (২য় সংশোধিত); তিনটি অনুসন্ধান কূপ (শ্রীকাইল ডিপ–১, মোবারকপুর ডিপ–১, ফেঞ্চুগঞ্জ সাউথ–১) খনন; সোনাগাজী ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ; সচিবালয়, পরিবহন পুল, মিনিস্টার্স অ্যাপার্টমেন্ট ও সচিব নিবাসের অগ্নিনিরাপত্তা আধুনিকায়ন; MRT লাইন–৬ উন্নয়ন (৩য় সংশোধন); সিরাজগঞ্জ–রায়গঞ্জ (চান্দাইকোনা) সড়ক উন্নয়ন; নারায়ণগঞ্জ গ্রিন অ্যান্ড রেসিয়েলিয়েন্স ডেভেলপমেন্ট প্রজেক্ট; অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্র (২য় সংশোধন); জাপান হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট স্কলারশিপ; ডিজিটাল উদ্যোক্তা ও উদ্ভাবন ইকোসিস্টেম উন্নয়ন (১ম সংশোধন); নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও গবেষণাগার ভবন নির্মাণ; প্রজনন স্বাস্থ্য ও জনসংখ্যা সেবা উন্নয়ন প্রকল্প; এসেনশিয়াল বায়োটেক অ্যান্ড রিসার্চ সেন্টার, মুন্সিগঞ্জ (১ম সংশোধন); স্বাস্থ্য অধিদপ্তর, ঔষধ প্রশাসন অধিদপ্তর ও কমিউনিটি ক্লিনিক ট্রাস্টের অত্যাবশ্যক কার্যক্রম বাস্তবায়ন প্রকল্প।