প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২৫ ১৯:৪৬ (শুক্রবার)
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াতের জেলা আমির

ছবি: মুখলিছুর রহমান

জামায়াতে ইসলামের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও হবিগঞ্জ মাওলানা মুখলিছুর রহমান হবিগঞ্জ-৪ (চুনারুঘাট–মাধবপুর) আসনের নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

সোমবার (১ ডিসেম্বর) তিনি নিজের প্রার্থিতা প্রত্যাহার করে ওই আসনে সাংবাদিক ওয়ালী উল্লাহ নোমানকে সমর্থন জানান।

সোমবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি প্রার্থিতা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন।

ফেসবুক পোস্টে মুখলিছুর রহমান লেখেন, জামায়াতের প্রাথমিক মনোনয়ন পাওয়ার পর থেকে স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় তিনি ইউনিয়নগুলোতে গণসংযোগ ও জনসম্পৃক্ততার কাজ চালিয়ে যাচ্ছিলেন। মাঠের মানুষ ও কর্মীদের ভালোবাসা ও সাড়া তাঁর জীবনের বড় প্রাপ্তি বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, 'রাজনৈতিক বাস্তবতা ও সংগঠনের কৌশলগত সিদ্ধান্ত অনুযায়ী কেন্দ্রীয় সংগঠন তাঁর সঙ্গে পরামর্শ করে ওয়ালী উল্লাহ নোমানকে এমপি প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছে।'

সংগঠনের সিদ্ধান্ত, দেশের স্বার্থ ও ইসলামী আদর্শের প্রতি আনুগত্য থেকে তিনি এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

মুখলিছুর রহমান আরও জানান, ব্যক্তিগত পদ বা মনোনয়ন তাঁর লক্ষ্য নয়। ন্যায়নীতি, সুশাসন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠাই তাঁদের চূড়ান্ত লক্ষ্য। তাই তিনি এবং তাঁর সহকর্মীরা পূর্বের মতোই পূর্ণ শক্তি নিয়ে দাঁড়িপাল্লার বিজয়ের জন্য মাঠে কাজ চালিয়ে যাবেন।