প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২৫ ১৮:৫৫ (শুক্রবার)
‘মাকে দেখার জন্য শীঘ্রই দেশে ফিরবেন তারেক রহমান’- আনিসুল হক

ছবি: সংগৃহিত

বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী ‘বেগম খালেদা জিয়ার’ রোগ মুক্তি দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে সুনামগঞ্জ-১ (তাহিরপুর- জামালগঞ্জ-ধর্মপাশা-মধ্যনগর) নির্বাচনী এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনীত প্রার্থী আলহাজ¦ আনিসুল হক এর উদ্যোগে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ নভেম্বর) বিকেলে দারুল উলুম ধুতমা জয়নগর লক্ষ্মীপুর হাফিজিয়া মাদ্রসা মাঠে ৬০ জন কোরআনে হাফিজ ও ধর্মপ্রাণ মুসল্লীদের অংশগ্রহনের মধ্য দিয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রধান অথিতির বক্তব্যে আনিসুল হক বলেন, ‘দেশ-বিদেশে থেকে সর্বস্থরের মানুষজন বেগম খালেদা জিয়ায় সুস্থতা কামনা করে দোয়া করছেন, আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন সুস্থ্য হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। ফিরে এসে যেন তিনি আমাদের দেশকে সঠিক পথ দেখান। বেগম খালেদা জিয়া বাংলাদেশের জনগণের আশা আকাঙ্খার প্রতিক। গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তিনি, আজ অসুস্থ হয়ে মৃত্যুর সাথে লড়াই করছেন। দেশের ১৮কোটি মানুষ দেশনেত্রীর রোগমুক্তি কামনায় দোয়া করছে। দেশের মানুষ নেত্রীকে এতো ভালোবাসে তা বারবার প্রমাণিত হয়েছে।’

এসময় তিনি আরো বলেন- ‘মাকে দেখার জন্য আমাদের নেতা তারেক রহমান খুব শীঘ্রই দেশে ফিরবেন। নেতাকর্মীদের সাথে নিয়ে দেশের মানুষের কল্যাণে বাবা মায়ের আদর্শে কাজ করবেন। এই আশা নিয়েই আমরা ঐক্যবদ্ধভাবে মাঠে আছি। জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমি আমাদের দল সবসময় আপনাদের পাশে আছি থাকবো ‘

 দোয়া মাহফিলে ৬০ জন কোরআনে হাফিজসহ বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।