প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২৫ ১৯:২৭ (শুক্রবার)
দোয়ারাবাজারে পরিবার পরিকল্পনার কর্মীদের কর্মবিরতি

ছবি: সংগৃহিত

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা পরিবার পরিকল্পনা ‘কার্য্যালয়’ কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা ও মাঠপর্যায়ের কর্মীরা।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে পর্যন্ত চলা এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে পরিবার পরিকল্পনা পরিদর্শক (এফপিআই), পরিবার কল্যাণ পরিদর্শীকা (এফডব্লিউভি) এবং পরিবার কল্যাণ সহকারীরা (এফডাব্লিউএ) অংশ নেন।

কর্মসূচিতে অংশগ্রহণকারী কর্মকর্তারা জানান, তাদের পদোন্নতি, জনবল সংকট নিরসন, সময়মতো বেতন-বৈষম্য দূরীকরণ, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা, মাঠপর্যায়ের কর্মীদের সার্ভিস কাঠামো পুনর্বিন্যাসসহ কয়েকটি দাবির বাস্তবায়নের দাবিতে সারাদেশে একযোগে এই কর্মসূচি পালন করা হচ্ছে।

বহুদিন ধরে দাবি জানানো হলেও প্রয়োজনীয় সিদ্ধান্ত না আসায় তারা আন্দোলনে যেতে বাধ্য হয়েছেন বলেও বক্তারা উল্লেখ করেন।

বক্তব্য দেন- পরিবার পরিকল্পনা পরিদর্শক রেদুয়ান রহমান, পরিবার পরিকল্পনা পরিদর্শক কামাল হোসেন, পরিবার কল্যাণ পরিদর্শীকা শিপা বেগম, পরিবার কল্যাণ সহকারী সুজিনা বেগম। 

বক্তারা বলেন, ‘জনস্বাস্থ্য রক্ষায় পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মীরা দীর্ঘদিন ধরে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। বাড়ি বাড়ি গিয়ে সেবা দেওয়া, সচেতনতা সৃষ্টি, মা–শিশুস্বাস্থ্য সুরক্ষায় অবদান রাখা-এসব কাজে তারা গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখলেও যথাযথ সুবিধা ও নিরাপত্তা পাচ্ছেন না।’

এসময় উপস্থিত ছিলেন, প্রণব চন্দ্র সরকার, সামসূর রহমান, সাবিহা, সুফিয়া, দীপা রাণী সরকার, নাজমীন, রুনা বেগম, সায়েদা, মমতা রাণী দাস, বিউটি রাণী দাস, সিদ্দিকা প্রমুখ।

উপস্থিত কর্মীরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত ভবিষ্যতেও তারা ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শান্তিপূর্ণ কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন অব্যাহত রাখবেন।