প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২৫ ২৩:০১ (শুক্রবার)
বিজয়ের মাসজুড়ে যাত্রাপালা প্রদর্শনী শুরু হচ্ছে শিল্পকলা একাডেমিতে

ছবি: সংগৃহিত

বিজয়ের মাসে দেশের ঐতিহ্যবাহী যাত্রাপালা প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। আজ এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে প্রদর্শনী শুরু হবে এবং চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

প্রদর্শনী প্রতিদিন সন্ধ্যা ৬:৩০টা থেকে অনুষ্ঠিত হবে। সিলেট, খুলনা, নরসিংদী, ঠাকুরগাঁওসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পেশাদার যাত্রাদল ৩১টি যাত্রাপালা প্রদর্শন করবে।

শিল্পকলার নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক দীপক কুমার গোস্বামী বলেন, ‘দীর্ঘদিন ধরে যাত্রাপালা এক ধরনের স্থবিরতার মধ্য দিয়ে যাচ্ছে। গ্রামাঞ্চলে আগের মতো যাত্রাপালা অনুষ্ঠিত হয় না। অনেক জায়গায় অনুমতিও পাওয়া যায় না। যাত্রাপালা আমাদের নিজস্ব ফর্ম, এটিকে শক্তিশালী করা দরকার। এই প্রদর্শনীর মাধ্যমে তরুণদের সঙ্গে যাত্রাপালার পরিচয় ঘটানো হবে।’

প্রদর্শনীর আয়োজক হিসেবে অংশ নিচ্ছে সূর্যতরুণ নাট্য সংস্থা, নিউ জহুরা অপেরা, বাংলার নায়ক অপেরা, নিহা যাত্রা ইউনিট, নিউ সুমি অপেরা, নিউ স্টার অপেরা, বনফুল অপেরা, উর্মি অপেরা, রূপসা অপেরা, পুরবী যাত্রা ইউনিট, কাজল অপেরা, গীতাঞ্জলী অপেরা, তিষা অপেরাসহ ৩১টি যাত্রাদল।

শিল্পকলা একাডেমি জানিয়েছে, প্রদর্শনীর টিকিটের মূল্য ১০০ টাকা। বিক্রি হওয়া অর্থ সংশ্লিষ্ট যাত্রাদলকে প্রদান করা হবে।

এছাড়া প্রতিদিন বিকাল ৫টা থেকে জাতীয় নাট্যশালার উন্মুক্ত প্রাঙ্গণে দেশাত্মবোধক যাত্রাগানের কনসার্ট অনুষ্ঠিত হবে।