ছবি: সংগৃহিত
দুর্নীতি দমন কমিশন (দুদক) তাদের সাবেক কমিশনার মো. জহুরুল হকসহ ছয়জন ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে একটি চাঞ্চল্যকর মামলা দায়ের করেছে।
বুধবার (৩ ডিসেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।
মামলার মূল অভিযোগ হলো- আন্তর্জাতিক ইনকামিং কলের টার্মিনেশন রেট ও রেভিনিউ শেয়ার বেআইনিভাবে কমিয়ে রাষ্ট্রকে প্রায় ৯ হাজার কোটি টাকার ক্ষতি করা।
উল্লেখযোগ্য, এটি দুদকের ইতিহাসে প্রথম ঘটনা, যেখানে সংস্থার কমিশনার পর্যায়ের কোনো কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা দায়ের করা হলো।