প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২৫ ২২:৪৮ (শুক্রবার)
উত্তর কোরিয়াকে যুদ্ধউসকানি: ক্ষমা চাইতে পারে দক্ষিণ কোরিয়া

ছবি: সংগৃহিত

ক্ষমতায় টিকে থাকতে উত্তর কোরিয়াকে যুদ্ধের উসকানি দিয়েছিলেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওল- আদালতে এমন অভিযোগ প্রমাণিত হওয়ার পর পিয়ংইয়ং-এর কাছে ক্ষমা চাইতে পারে সিউল।

বুধবার (৩ ডিসেম্বর) সিউলে এক সংবাদ সম্মেলনে এই ইঙ্গিত দেন দক্ষিণ কোরিয়ার বর্তমান প্রেসিডেন্ট লি জে মিয়ং। বিষয়টি প্রকাশ করেছে আল-জাজিরা।

সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট মিয়ং বলেন, ‘আমার মনে হয় আমাদের ক্ষমা চাওয়া উচিত। তবে প্রকাশ্যে বললে তা রাজনৈতিক বিরোধ বা আমাকে ‘উত্তরপন্থী’ তকমা দেওয়ার অপচেষ্টা হিসেবে ব্যবহৃত হতে পারে। সে কারণেই আমি দ্বিধায় আছি।’

গত মাসে ইউন সুক-ইওলের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনে প্রসিকিউশন। অভিযোগ-রাজনৈতিক সুবিধা নেওয়ার উদ্দেশ্যে উত্তেজনা সৃষ্টি করতে তিনি উত্তর কোরিয়ার আকাশসীমায় প্রচারপত্র বহনকারী ড্রোন পাঠানোর নির্দেশ দিয়েছিলেন। প্রসিকিউটরদের দাবি, এটি ছিল ‘পরিকল্পিত উসকানি’।

লি জে মিয়ং-এর এই মন্তব্য আসে ইউন সুক-ইওলের বিতর্কিত মার্শাল ল ঘোষণার বর্ষপূর্তিতে। সেই ঘোষণায় দেশজুড়ে রাজনৈতিক সংকট তৈরি হয়, সিউলে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় সংসদ ভবন আইনপ্রণেতা ও বিক্ষুব্ধ জনতা ঘিরে ফেলেন।

পরে দক্ষিণ কোরিয়ার সুপ্রিম কোর্ট মার্শাল ল ঘোষণাকে অসাংবিধানিক ঘোষণা করে। এর পর ইউনকে অভিশংসিত করে পদচ্যুত করা হয়। বর্তমানে তিনি বিদ্রোহসহ একাধিক অভিযোগে কারাগারে বিচার অপেক্ষায় রয়েছেন।

প্রেসিডেন্ট লি জানিয়েছেন, পূর্বসূরির সরকারের উসকানিমূলক কর্মকাণ্ডের কারণে দুই দেশের সীমান্তে উত্তেজনা বেড়েছিল, যার দায় এড়ানো সম্ভব নয়। তাই রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে।