প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২৫ ২৩:১১ (শুক্রবার)
রেকর্ড রান করেও দক্ষিণ আফ্রিকার কাছে পাত্তা পেল না ভারত

ছবি: সংগৃহিত

রায়পুরের শহীদ বীর নারায়ন সিং স্টেডিয়ামে রেকর্ড ৩৫৮ রান করেও জয় পেল না ভারত। দুর্দান্ত রানতাড়ায় ৪ বল হাতে রেখেই ৪ উইকেটে ম্যাচ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা, সিরিজে সমতা ফেরায় ১-১ ব্যবধানে।

এর আগে রাঁচিতে প্রথম ওয়ানডেতে ৩৪৯ রান করেও হারের শঙ্কায় পড়েছিল ভারত। শেষ পর্যন্ত ১৭ রানের জয় পেলেও দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ব্যর্থ হলো টিম ইন্ডিয়া। শনিবার বিষাখাপত্তনমে হবে সিরিজ নির্ধারণী ম্যাচটি। এর আগে টেস্ট সিরিজে ভারতকে তাদের ঘরের মাঠেই হোয়াইটওয়াশ করেছিল প্রোটিয়ারা।

টস হেরে প্রথমে ব্যাট করে ভারত তোলে ৩৫৮ রান। বিরাট কোহলি ১০২ রান, ঋতুরাজ গায়কোয়াড় ১০৫ এবং অধিনায়ক লোকেশ রাহুল ৪৩ বলে অপরাজিত ৬৬ রান করেন।

তবে এত বড় রানের টার্গেটও রক্ষা করতে পারেননি ভারতীয় বোলাররা।

টার্গেট তাড়ায় নামা দক্ষিণ আফ্রিকা ২৬ রানে প্রথম উইকেট হারালেও এরপর ম্যাচ নিজেদের করে নেয়।

প্রোটিয়া ওপেনার এইডেন মার্করাম খেলেন অবিশ্বাস্য ইনিংস- ৯৮ বলে ১১০ রান, যার মধ্যে ছিলো ১০ চার ও ৪ ছক্কা। তার সঙ্গে অধিনায়ক টিম্বা বাভুমা (৪৬) ও ম্যাথু ব্রিটজেক দুর্দান্ত জুটি গড়ে দলকে এগিয়ে নেন।

এছাড়া ম্যাথু ব্রিটজেক করেন ৬৮ রান (৬৪ বলে) এবং ডেভেল ডেভিস করেন ৫৫ রান; যেখানে ৩৪ বলে মারেন ১টি চার ও ৫টি ছক্কা।

দু’জন মিলে ৬৪ বলে ৯২ রানের জুটি গড়ে ম্যাচ পুরোপুরি দক্ষিণ আফ্রিকার দিকে নিয়ে যান। শেষদিকে ডি জরির সঙ্গে ২০ বলে ২৮ রানের জুটিতেই জয় নিশ্চিত করে ফেলে প্রোটিয়ারা।

ম্যাচের শেষে ভারতের ৩৫৮ রানের রেকর্ডও অর্থহীন হয়ে পড়ে, কারণ দক্ষিণ আফ্রিকার ব্যাটিং আগ্রাসনের সামনে টিম ইন্ডিয়ার বোলিং ছিল অসহায়।