প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২৫ ১৩:২৩ (শুক্রবার)
ওসমানী হাসপাতালের সামনে অবস্থান : ১০ম গ্রেডের দাবিতে কর্মবিরতি

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দীর্ঘদিনের দাবি ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে আন্দোলন অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে সারাদেশের মতো সিলেটেও অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলোজিস্ট ও ফার্মাসিস্টরা। 

বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকাল থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের মূল ফটকের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। 

এসময় বক্তারা বলেন, মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টের কর্মকর্তারা রোগীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। রোগ নির্ণয়, ঔষধ ব্যবস্থাপনা সহ হাসপাতালের সর্বক্ষেত্রেই আমাদের গুরুত্ব অপরিসীম। ফ্যাসিস্ট সরকারের পতনের পর দেশের সব ধরণের বৈষম্য দূর হয়ে আসছে। অথচ আজও আমরা বৈষম্যের শিকার।

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দীর্ঘদিনের ন্যায্য দাবি ১০ম গ্রেড বাস্তবায়ন করা এখন সময়ের দাবি।

বক্তারা আরো বলেন, দীর্ঘদিন থেকে আমরা আমাদের দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন করে যাচ্ছি। অথচ আজও আমাদের দাবি মানা হয়নি। যদি আমাদের দাবি না আদায় হয় তাহলে আমরা আরো কঠোর থেকে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো। এরই ধারাবাহিতকতায় দাবি না মানা হলে ৪ ডিসেম্বর সারাদিন পূর্ণমাত্রায় শাটডাউন থাকবে।
 
এর আগে গতকাল বুধবারও এ কর্মসূচি পালন করেন তারা। 

এদিকে, কর্মবিরতির কারণে অনেকটা মন্থর হয়ে পড়েছে রোগ নির্ণয়ের পরীক্ষা-নিরীক্ষা। ফলে চরম ভোগান্তিতে পড়েন রোগী ও স্বজনরা।