প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২৫ ১৯:৩৭ (শুক্রবার)
সাদাপাথরে ফের চোরের হানা: আটক ২ জনের ৪ মাসের সাজা

ছবি: সংগৃহিত

সিলেটের কোম্পানীগঞ্জে সাদাপাথর এলাকায় ফের চোরের হানা দেয়ার ঘটনা ঘটেছে। পাথর ও বালু চুরির সময় দুই চোরকে হাতে নাতে আটক করে পুলিশ। পরে মোবাইল কোর্ট তাদের প্রত্যেককে চার মাসের কারাদণ্ড প্রদান করে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকাল তিনটায় সাদাপাথর থেকে তাদেরকে আটক করা হয়।

সাজাপ্রাপ্তরা হলেন- সিলেটের গোয়াইনঘাট থানার জলুইরপাড় এলাকার মৃত রমন সরকারের পুত্র লেবু সরকার (৩৮), এবং সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানাধীন মঙ্গলজুর এলাকার শ্রী রসময় সূত্রধরের পুত্র শ্রী রঞ্জন সূত্রধর।

কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ জানান, সাজাপ্রাপ্তরা বর্তমানে থানা হাজতে রয়েছে। সাদাপাথর রক্ষায় যৌথবাহিনীর টাস্কফোর্স ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে বলে তিনি জানান।