প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২৫ ২১:০৭ (শুক্রবার)
সিলেট ইনক্লুসিভ স্কুলে নিয়োগ

ছবি: সংগৃহিত

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় সিলেট ইনক্লুসিভ স্কুলে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি সহকারী শিক্ষক ও অফিস সহকারী নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীদের নিকট থেকে আবেদন আহবান করা হয়েছে।

০১। পদের নাম: সহকারী শিক্ষক

পদসংখ্যা: ০২ (দুই) জন

বেতন: জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুসারে ১৬০০০-৩৪৮৪০/- (১০ম গ্রেড)

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক/সমমানসহ বিএসএড এবং প্রযোজ্য প্রতিবন্ধিতা বিষয়ে (বুদ্ধি প্রতিবন্ধী/অটিজম/ সেরিব্রাল পালস / ডাউন সিনড্রোম) প্রশিক্ষণ থাকতে হবে এবং অন্যান্য শর্তাবলী পূরণসাপেক্ষে আবেদনকারী প্রতিবন্ধী শিশুর অভিভাবককে (বাবা বা মা) অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী হিসেবে অগ্রাধিকার প্রদান করা হবে।

০২। পদের নাম: অফিস সহকারী

পদসংখ্যা: ০১ (এক) জন

শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। (প্রতিবন্ধী প্রার্থীদের অগ্রাধিকার)

বেতন: ৯৩০০-২২৪৯০/- (১৬ গ্রেড)

বয়স: উভয় পদে সরকার কর্তৃক ঘোষিত বয়সসীমা প্রযোজ্য।

শর্তাবলী:

০১। প্রধান শিক্ষক, সিলেট ইনক্লুসিড স্কুল বরাবর আবেদন করতে হবে।
০২। আবেদন পৌঁছানোর ঠিকানা- প্রধান শিক্ষক, সিলেট ইনক্লুসিভ স্কুল, সমাজকল্যাণ কমপ্লেক্স, বাগবাড়ি, সিলেট।
০৩। আবেদনকারীকে আগামী ১৫/১২/২০২৫ বেলা ৩.০০ ঘটিকার মধ্যে আবেদন পত্র বিদ্যালয়ের অফিস কক্ষে সরাসরি বা রেজিস্ট্রি ডাকযোগে পৌঁছাতে হবে।
০৪। আগ্রহী প্রার্থীগণ জীবন-বৃত্তান্ত সহ সাম্প্রতিক তোলা ০৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবিসহ সকল সনদপত্র ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ফটোকপি এবং মোবাইল নম্বর সংযুক্ত করতে হবে।
০৫। সহকারী শিক্ষক পদের ক্ষেত্রে ৫,০০/- (অফেরতযোগ্য) এবং অফিস সহকারী পদের ক্ষেত্রে ৪০০/= (অফেরতযোগ্য) ব্যাংক ড্রাফট সিলেট ইনক্লুসিভ স্কুল(বিশেষ শাখা) নামীয় জনতা ব্যাংক, জিন্দাবাজার করর্পোরেট শাখা শিরোনামে আবেদনের সাথে সংযুক্ত করতে
হবে।
০৬। বিলম্বে আবেদন, অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদন কোন কারণ দর্শানো ব্যতিরেকে সরাসরি বাতিল বলে গণ্য হবে।
০৭। প্রার্থীর কোন প্রকার তদবির/সুপারিশ প্রার্থীর অযোগ্যতা হিসাবে গণ্য হবে।
০৮। আবেদনকৃত খামের উপর পদবি উল্লেখ পূর্বক প্রেরকের সম্পূর্ণ ঠিকানা লিখতে হবে।
০৯। আবেদনকারীদের কোন প্রকার টি-এ ও ডি-এ প্রদান করা হবে না।
১০। আবেদনসমূহ যাচাই করে প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ ডাক/ই-মেইল মাধ্যমে জানানো হবে। ১১। নিয়োগ প্রক্রিয়ায় নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে।

যোগাযোগ: সিলেট ইনক্লুসিভ স্কুল, সমাজকল্যাণ কমপ্লেক্স, বাগবাড়ি, সিলেট।
ফোন: ০১৭৭২২২৭৫৯৫, ই-মেইল: sylhetinclusive@yahoo.com