ছবি: সংগৃহিত
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে খাসি জনগোষ্ঠীর জীবনযাপন ও সামাজিক পরিস্থিতি পরিদর্শন করেছেন কাপেং ফাউন্ডেশন এবং বাংলাদেশ আদিবাসী ফোরামের নেতৃবৃন্দরা।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে তারা প্রথমে উপজেলার আসলম নাহারপুঞ্জি এবং পরে বিকেলে কাইলিন নাহারপুঞ্জি পরিদর্শন করেন। বিকেলে কাইলিন নাহারপুঞ্জির প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দুই পুঞ্জিবাসীর সাথে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন কাপেং ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার উজ্জ্বল আজিম, প্রজেক্ট অফিসার সেরিলা লামিন, বাংলাদেশ আদিবাসী ফোরাম মৌলভীবাজারের সাধারণ সম্পাদক জনক দেববর্মা, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) নেতা আবুল হাসান, বাংলাদেশ আদিবাসী যুব ফোরামের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক টুম্পা হাজং, সিনিয়র সহ-সভাপতি অমর শান্তি চাকমা, রিচার্ড দ্রং প্রমুখ।
পরিদর্শন ও আলোচনা শেষে আদিবাসী নেতারা জানান, দুটি খাসি পুঞ্জিতে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা আসেন। তারা অনেক সময় স্থানীয়দের জীবিকার প্রধান উৎস পানগাছের পাতা ছিঁড়ে ফেলে, গ্রামের পরিবেশ নষ্ট করে এবং যেখানে-সেখানে ময়লা ফেলে যান। এছাড়া, খাসি নারীদের অপ্রস্তুত অবস্থায় ছবি তোলা এবং সকালে ঘুম থেকে ওঠার আগেই গ্রামে প্রবেশ করে ব্যক্তিগত জিনিসপত্র নষ্ট করার অভিযোগও পাওয়া গেছে।
এমন পরিস্থিতিতে পুঞ্জিবাসীরা এখন বিরক্ত, উদ্বিগ্ন ও হতাশ। তাই খাসি পুঞ্জিগুলোকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে না তোলার আহ্বান জানান আদিবাসী নেতারা।