প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২৫ ২০:৫৮ (শুক্রবার)
ম্যাচ শুরুর আগেই টানেলে লাল কার্ড

ছবি: সংগৃহিত

ম্যাচ শুরুর আগেই এমন ঘটনা- ভারতের ফুটবলে আগে কখনো দেখা যায়নি। সুপার কাপের সেমিফাইনালে এফসি গোয়া ও মুম্বাই সিটি এফসির দ্বৈরথ মাঠে গড়ানোর আগেই ঘটে গেল বিরল ও অবিশ্বাস্য ঘটনা। টানেলে দাঁড়ানো অবস্থায়ই লাল কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হন এফসি গোয়ার অধিনায়ক ইকার গুয়্যারোক্সেনা।

বৃহস্পতিবার ম্যাচ শুরুর আগে দুই দল মাঠে নামার অপেক্ষায় টানেলে দাঁড়িয়ে ছিল। ঠিক তখনই রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন গুয়্যারোক্সেনা। রেফারি প্রথমে তাঁর ভেতরের পোশাক পরিবর্তনের নির্দেশ দেন। কারণ, জার্সির নিচে তিনি যে টি–শার্ট পরেছিলেন তার রং প্রতিপক্ষ মুম্বাই সিটির জার্সির রঙের সঙ্গে মিলে যাচ্ছিল, যা খেলার নিয়মবিরুদ্ধ। কিন্তু অধিনায়ক তা মানতে রাজি না হলে তর্ক বাড়তে থাকে এবং শেষ পর্যন্ত রেফারি সরাসরি লাল কার্ড দেখান।

ম্যাচ শেষে এফসি গোয়ার কোচ মানোলো মার্কেজ বলেন, `রেফারির সিদ্ধান্ত শুনে আমি হতবাক। ভেবেছিলাম বিষয়টি সহজেই মিটে যাবে। মাঠে নেমে জানলাম, অধিনায়ককে নাকি লাল কার্ড দেখানো হয়েছে এবং সে ফাইনালেও খেলতে পারবে না।' এক খেলোয়াড়ের ভাষায়, এমন ঘটনা তিনি ক্যারিয়ারে কখনো দেখেননি।

নিয়ম অনুযায়ী, ম্যাচ শুরুর আগেই কেউ বহিষ্কৃত হলে তার স্থানে নতুন খেলোয়াড়কে নামানোর সুযোগ থাকে। ফলে গুয়্যারোক্সেনার পরিবর্তে মাঠে নামেন স্প্যানিশ ফরোয়ার্ড জেভিয়ের সিভেরিও।

অবশেষে ২–১ গোলের জয়ে এফসি গোয়া ফাইনালে জায়গা করে নেয়। রোববার শিরোপা লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ইস্টবেঙ্গল, যারা প্রথম সেমিফাইনালে পাঞ্জাবকে ৩–১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে।