প্রকাশিত : ২৬ ডিসেম্বর, ২০২৫ ২১:০০ (বৃহস্পতিবার)
বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন পার্নো মিত্র

ছবি: পার্নো মিত্র

ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিতে চমক দিয়ে বৃহস্পতিবার জানা গেছে, বরাহনগরের প্রাক্তন বিজেপি প্রার্থী এবং চিত্রনায়িকা পার্নো মিত্র তৃণমূলে যোগ দিতে যাচ্ছেন। খবরটি নিশ্চিত করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক তৃণমূল–ঘনিষ্ঠ এক রাজনীতিবিদ।

স্থানীয় সময় শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে পার্নো তৃণমূল ভবনে আনুষ্ঠানিকভাবে যোগ দেবেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বরাহনগর কেন্দ্র থেকে বিজেপির হয়ে ভোটে লড়েছিলেন পার্নো।

কেন বিধানসভা নির্বাচনের আগে এই দলবদলের সিদ্ধান্ত নিয়েছেন, তা জানতে সংবাদমাধ্যম যোগাযোগ করলেও অভিনেত্রী সাড়া দেননি।

পার্নোর অভিনয়জীবন শুরু হয় ২০০৭ সালে। ছোট পর্দায় রবি ওঝার ‘খেলা’ ধারাবাহিক দিয়ে আত্মপ্রকাশ করেন তিনি।

বড় পর্দায় নায়িকা হিসেবে পরিচিতি পান অঞ্জন দত্তের ‘রঞ্জনা আমি আর আসব না’ ছবির মাধ্যমে।

তার অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘বেডরুম’, ‘মাছ মিষ্টি অ্যান্ড মোর’, ‘রাজকাহিনী’, ‘আলিনগরের গোলকধাঁধা’, ‘অপুর পাঁচালি’, ‘অঙ্ক কী কঠিন’ ইত্যাদি।

২০১৯ সালে বিজেপিতে যোগ দেন পার্নো। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বরাহনগর কেন্দ্র থেকে বিজেপি তাকে প্রার্থী করেছিল। ওই নির্বাচনে তৃণমূলের প্রার্থী তাপস রায়ের কাছে তিনি পরাজিত হন। নির্বাচনের আগে তার দলবদল নিয়ে রাজনীতিক ও সমালোচকের মধ্যে তর্ক ও আলোচনা শুরু হয়েছে।