ছবি: সংগৃহীত
দেশের বেশির ভাগ অঞ্চলে শনিবার তাপমাত্রা বেড়ে শীত থেকে কিছুটা স্বস্তি মিলেছে। আগের দিন দেশের সাত জেলায় শৈত্যপ্রবাহ ছিল।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রবিবারও তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে সোমবার রাত বা মঙ্গলবার সকালে আবার তাপমাত্রা কমতে পারে এবং কিছু অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহের পুনরাবির্ভাব ঘটতে পারে।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, ‘২৯ ডিসেম্বর পর্যন্ত তাপমাত্রা একই থাকতে পারে বা সামান্য বাড়তে পারে। ৩০ ডিসেম্বর থেকে আবার তাপমাত্রা কমতে পারে। তখন দেশের কিছু অঞ্চলে দু-এক দিনের জন্য মৃদু শৈত্যপ্রবাহ ফিরে আসতে পারে।’
তিনি আরও জানান, জানুয়ারির শুরুর দিকে কুয়াশার পরিমাণ কমতে পারে। তখন দেশের অধিকাংশ জায়গায় তাপমাত্রা বাড়তে পারে, যদিও উত্তরে শীতের অনুভূতি তুলনামূলক বেশি থাকবে।
শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে, ৮.৮ ডিগ্রি সেলসিয়াস। এটি চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।
দেশের অন্যান্য অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে ছিল। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৫ ডিগ্রি।
আবহাওয়া অধিদপ্তরের নিয়ম অনুযায়ী, কোনো অঞ্চলে তাপমাত্রা ১০ ডিগ্রি বা তার নিচে নেমে গেলে তাকে শৈত্যপ্রবাহ বলা হয়। তবে যদি এই অবস্থাটি একাধিক অঞ্চলে দুই-তিন দিন টানা থাকে, তখনই শৈত্যপ্রবাহ ঘোষণা করা হয়। সুতরাং, যশোরে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে থাকলেও এটি শৈত্যপ্রবাহ হিসেবে গণ্য হয়নি।
আগামীকালের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আংশিক মেঘলা আকাশসহ সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, আর রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।