ছবি: অক্ষয় কুমার
বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার আবার ছোটপর্দায় ফিরছেন। তবে এবার সাধারণ শো নয়, তিনি হাজির হচ্ছেন বিশ্বখ্যাত গেম শো ‘হুইল অফ ফরচুন’-এর ভারতীয় সংস্করণ নিয়ে। মার্কিন যুক্তরাষ্ট্রের এই জনপ্রিয় রিয়েলিটি শো ভারতীয় দর্শকদের জন্য নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে।
শোটির একটি চমকপ্রদ প্রোমো ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে প্রকাশ পেয়েছে। প্রোমোতে দেখা গেছে, অক্ষয় তাঁর পরিচিত ‘তিস মার খান’ লুকে উপস্থিত, যেখানে শব্দের কারসাজি ও ভাগ্যের ঘূর্ণন শোর মূল আকর্ষণ হিসেবে উপস্থাপিত হয়েছে।
প্রোমোতে দেখা গেছে, এক ধনকুবের তার উইলে ছেলের নাম ‘রাম’ লিখতে গিয়ে ভৃত্য রামুর কৌশলে তা ‘রামু’ হয়ে যায় এবং নিমেষেই সম্পত্তির মালিকানা বদলে যায়।
অক্ষয় কুমার বলেন, ‘একটি মাত্র অক্ষর পুরো জীবন বদলে দিতে পারে। শব্দের এই জাদু নিয়েই এবার ঘুরবে ভাগ্যের চাকা।’ দর্শকরা শোতে কোটি টাকার পুরস্কার জেতার সুযোগও পাবেন। প্রতিটি অক্ষরের গুরুত্ব ও ভাগ্যের চাকার ঘূর্ণনই হবে শোর মূল আকর্ষণ।
অক্ষয়ের ছোটপর্দার ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। ২০০৪ সালে ‘সেভেন ডেডলি আর্টস’-এর মাধ্যমে তিনি টেলিভিশনে যাত্রা শুরু করেন। এরপর ‘খতরো কে খিলাড়ি’-র একাধিক সিজনে স্টান্ট ও সাহসিকতার পরিচয় দেন।
২০১০ সালে তিনি ‘মাস্টার শেফ ইন্ডিয়া’ এবং পরে ‘ডেয়ার টু ডান্স’ ও ‘দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ’-এর বিচারক হিসেবেও দর্শকদের মন জয় করেন।
‘হুইল অফ ফরচুন’ বিশ্বব্যাপী প্রায় ৬০ দেশে প্রচারিত হয়ে জনপ্রিয়তা অর্জন করেছে এবং এটি এখন পর্যন্ত আটটি এমি অ্যাওয়ার্ড জিতেছে। বিদেশে তুমুল সাফল্যের পর এবার ভারতীয় দর্শকরা অক্ষয় কুমারের নতুন গেম শোতে উত্তেজনা উপভোগ করতে পারবেন।